মায়ের পরশ মায়ের ভাষা : খালেক বিন জয়েনউদদীন
প্রকাশিত:
২২ জুন ২০১৯ ১৯:১১
আপডেট:
১৩ মে ২০২০ ২৩:০৭

লাউয়ের ডগায় মায়ের পরশ, মায়ের পরশ আদরে
প্রীতির আঁচল ছায়ায় ঢাকে রৌদ্র-খরা ভাদরে।
জগত জুড়ে মাঘের শীতে যখন পড়ে ঠান্ডা-
ঠক ঠকিয়ে গরোম খোঁজে চিনে বেড়াল-পান্ডা ।
মায়ের কোলে আমরা তখন উমটা নেই ঘুমিয়ে
মায়ের পরশ নরোম গালে দেয় যে স্নেহ চুমিয়ে।
ঝড়-ঝঞ্ছা বৈশাখী বাও কাঁপছে ডরে প্রাণ
কাঁঠালচাঁপার পাতার ফাঁকে ছড়ায় মধুর ঘ্রাণ।
মায়ের ছোঁয়া আটকে রাখে যাইনা ঘরের বাইরে
শীতল পাটির পরশখানি মায়ের বুকে পাইরে।
শিমুল-পলাশ যখন রাঙে মায়ের মুখে চর্যা-
মিছিল ডাকি বর্ণমালার ভাঙতে সকল দর্জা ।
শিশির ধোয়া ধবলপ্রহরে ঘাগোর নদীর কূলেতে
কন্যে শরত শাপলা ফোটায় মিহিন কালো চুলেতে।
শ্যামলা গাঁয়ের সেই মেয়েটি আমার মায়ের ছায়া যে
পোষ-পাবনের চিত্রপটে তাঁর যে বিমল কায়া যে।
জোছনারাতে গল্প শুনি যুদ্ধ জয়ের কাহিনি-
একাত্ত্রে আমরা ছিলাম বাংলা মায়ের বাহিনী।
খালেক বিন জয়েনউদদীন
শিশু সাহিত্যিক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত
বিষয়: খালেক বিন জয়েনউদদীন
আপনার মূল্যবান মতামত দিন: