আমি আছি : ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান
প্রকাশিত:
৩০ নভেম্বর ২০১৯ ০০:৪২
আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২৩:১১

কাল তুমি এসেছিলে ভালোবাসতে
নীরবে নিভৃতে
কথা বলো নি, শুধু তাকিয়ে ছিলে
কী দেখেছে আমায় তুমি?
চাহনির মধ্যে লুকানো ছিল, সব উত্তর
তবুও প্রশ্ন তোমাকে
প্রতিটি নারীর কাছে, জীবনের বাঁকে বাঁকে
সময়ের ফাঁকে ফাঁকে
জেনেছি তোমাকে, পেয়েছি আমি ‘সা’
কিন্তু তোমাকে বলা হয়নি
বড় অভিমান তোমার, আমাকে নিয়ে
কী থাকে সে অভিমানে?
যখন যাকে পাই, তাকে বলি, মানে-অভিমানে
শেষ বেলার অভিযানে
শুনতে কি পাও আমার কড়া নাড়ার শব্দ?
নাকি এড়িয়ে যাও
একটু বলে দাও, তুমি বড্ড ভালোবেসে
যাও তুমি, আছি আমি।
নজরুল ইসলাম খান
কবি ও লেখক
বিষয়: নজরুল ইসলাম খান
আপনার মূল্যবান মতামত দিন: