প্রেমের কেমো: কাজী কনক সিদ্দিকা


প্রকাশিত:
১০ ফেব্রুয়ারি ২০২০ ০২:২২

আপডেট:
১১ এপ্রিল ২০২০ ২১:৪৭

 

খুব সহজ করে যা যায় না বলা সে তো তুমি,
খুব সহজ করে যার সাথে যায় না চলা সে তো তুমি,
হাজার কষ্ট করে যাকে যায় না চেনা সে তো তুমি,
এক বুক হতাশা নিয়ে অপেক্ষা করা সে তো তুমি,
চোখের জলে ভেসে যাওয়া হাজার আশা সে তো তুমি,
একপ্রহর, দুই প্রহর,তিন প্রহরে উদাস করে যে চোখের তারা ,
সে কে আর হবে বল?তুমি ছাড়া?
আকাশের দিকে চেয়ে চেয়ে সন্ধা নামে যে জীবনে,
সেই জীবনের একটি তারা দিশাহারা


কাজী কনক সিদ্দিকা
কবি ও লেখক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top