প্লে-অফে উঠতে যা লাগবে কলকাতা নাইট রাইডার্সের


প্রকাশিত:
২ নভেম্বর ২০২০ ২২:৫০

আপডেট:
২ নভেম্বর ২০২০ ২২:৫২

 

প্রভাত ফেরী: বেশ কয়েকটা হারের পর প্লে-অফ খেলাই অনিশ্চিত ছিল কলকাতা নাইট রাইডার্সের। রোববার রাতে দুবাইয়ে বাঁচা-মরার লড়াইয়ে রাজস্থান রয়্যালসকে উড়িয়ে দিয়ে প্লে-অফের দৌড়ে টিকে গেল কলকাতা। রাজস্থানকে ৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক লাফে অষ্টম থেকে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে আসে এউইন মরগানের দল।

এর পরও প্রশ্ন থেকে যায়, শেষ পর্যন্ত শেষ চারের টিকিট পাবে কি শাহরুখ খানের দলটি? এর জবাব খুঁজতে আজ তাকিয়ে থাকতে হবে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচের দিকে।

শুধু তাকালেই চলবে না– নাইটদের প্রার্থনা করতে হবে, সোমবারের দ্বৈরথে হারের ব্যবধান যেন অনেক বেশি হয়। এই ম্যাচে হার-জিতের পরও চারটি সমীকরণ নিজেদের পক্ষে গেলে এবারের আইপিএলের সেমিফাইনাল নিশ্চিত করবে কেকেআর।

দেখে নেয়া যাক কেকেআরের প্লে-অফ ভাগ্য নির্ধারণী সেই চার সমীকরণ–

১. দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ানসের কাছে সানরাইজার্স হায়দরাবাদ হেরে গেলে মুম্বাইয়ের পয়েন্ট হবে ২০।  দিল্লির হবে ১৬ পয়েন্ট।  ১৪ পয়েন্টে পড়ে থাকবে ব্যাঙ্গালুরু ও কলকাতার। তখন ব্যাঙ্গালুরুর সঙ্গে প্লে-অফের পথে পাড়ি জমাবে কলকাতাও।

২. দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদের কাছে মুম্বাই ইন্ডিয়ানস হেরে গেলে মুম্বাইয়ের পয়েন্ট পড়ে থাকবে ১৮-তে। দিল্লির হবে ১৬ পয়েন্ট। ১৪ পয়েন্ট হবে হায়দরাবাদ, ব্যাঙ্গালুরু এবং কলকাতার। সেখানে নেট রানরেটের বিষয়টি বিবেচনা করা হবে। সেক্ষেত্রে ভালো নেট রানরেটের সৌজন্যে তৃতীয় হয়ে উঠে যাবে হায়দরাবাদ। চতুর্থ স্থানের জন্য লড়বে কেকেআর ও ব্যাঙ্গালুরু।

৩. দিল্লির বিপক্ষে ব্যাঙ্গালুরু এবং হায়দরাবাদের বিপক্ষে মুম্বাই জয় পেলে মুম্বাইয়ের পয়েন্ট হবে ২০। ব্যাঙ্গালুরুর হবে ১৬ পয়েন্ট। ১৪ পয়েন্ট হবে দিল্লি ও কলকাতার। সে ক্ষেত্রে দুদলই প্লে-অফের টিকিট নিশ্চিত করবে।

৪. দিল্লির বিপক্ষে ব্যাঙ্গালুরু ও মুম্বাইয়ের বিপক্ষে হায়দরাবাদ জয় পেলে মুম্বাইয়ের পয়েন্ট হবে ১৮। ব্যাঙ্গালুরুর হবে ১৬ পয়েন্ট। ১৪ পয়েন্ট হবে হায়দরাবাদ, দিল্লি ও কলকাতার। সে ক্ষেত্রে ভালো নেট রানরেটের সৌজন্যে তৃতীয় হয়ে উঠে যাবে হায়দরাবাদ। চতুর্থ স্থানের জন্য লড়বে কেকেআর ও দিল্লি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top