বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি শুরু সন্ধ্যায়
প্রকাশিত:
৩ আগস্ট ২০২১ ২০:৫৮
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২২:৫৭

প্রভাত ফেরী: বাংলাদেশ সময় মঙ্গলবার (০৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আকাঙ্খিত বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে যাচ্ছে।
করোনাকালীন এই সিরিজটিও মাঠে বসে উপভোগ করতে পারছেন না ক্রিকেট ভক্তরা। বরাবরের মতো খেলা দেখতে হবে টিভি পর্দায় কিংবা অনলাইন মাধ্যমে। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে ক্রীড়াভিত্তিক চ্যানেল টি-স্পোর্টস, গাজী টিভি ও বাংলাদেশ টেলিভিশন। এছাড়া অনলাইনে খেলাগুলো দেখা যাবে র্যাবিটহোলস্পোর্টসে।
বাংলাদেশ একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন ও তাইজুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ:
ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন আগার, ওয়েস আগার, জেসন বেহরেনডর্ফ, জশ হ্যাজলউড, মইসেস হেনরিক্স, মিচেল মার্শ, বেন ম্যাকডেরমট, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিশ্চিয়ান, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্র টাই ও এডাম জাম্পা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: