অস্ট্রেলিয়া টেস্ট দলের নতুন অধিনায়ক প্যাট কামিন্স
প্রকাশিত:
২৭ নভেম্বর ২০২১ ০৫:৪০
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০০:৩৯

অস্ট্রেলিয়ার ৪৭তম টেস্ট অধিনায়ক হলেন ফাস্ট বোলার ও সহ-অধিনায়ক পেসার প্যাট কামিন্স। তার ডেপুটি হিসেবে নির্বাচিত হয়েছেন স্টিভ স্মিথ। এই প্রথম কোন পেসারকে পাকাপাকি ভাবে অধিনায়ক ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া।
আসন্ন অ্যাশেজে কামিন্সের অধীনেই মাঠে নামবে অজিরা। অপ্রত্যাশিত ভাবে অধিনায়কত্ব পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন কামিন্স, ‘ভীষণ গুরুত্বপূর্ণ অ্যাসেজ সিরিজের আগে আমাকে এই ভূমিকা দেওয়ায় আমি অভিভূত। আশা করছি টিম (পেইন) বিগত কয়েক বছর ধরে দলকে যেভাবে সামলিয়েছে, আমিও তেমন দক্ষতার সাথেই দলকে নেতৃত্ব দিতে পারব। এই গোটা বিষয়টা কিছুটা আমায় অভিভূত করলেও আমি এর জন্য কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য মুখিয়ে রয়েছি।’
আবারও দায়িত্ব পেয়ে খুশি সহ-অধিনায়ক স্টিভেন স্মিথও, “দায়িত্ব পেয়ে খুশি। কামিন্সকে সব রকম ভাবে সাহায্য করব। দীর্ঘদিন ওর সঙ্গে খেলেছি। আমরা পরস্পরের ধরন সম্পর্কে জানি। আমরা খুব ভাল বন্ধুও। আপাতত আমরা অ্যাশেজের দিকে তাকিয়ে আছি।”
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: