কামিন্স হোটেলে, মাঠে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২১ ০৬:১৭

আপডেট:
১৭ ডিসেম্বর ২০২১ ০৬:২১

 

ব্রিসবেন টেস্টে অধিনায়ক হিসেবে জয় দিয়ে শুরু করেছিলেন প্যাট কামিন্স। কিন্তু অ্যাডিলেডে আজ দিবারাত্রির টেস্ট শুরুর কয়েক ঘন্টা আগে হৃদয় ভেঙেছে অস্ট্রেলিয়া অধিনায়কের।

অস্ট্রেলিয়া দল মাঠে খেলছে কিন্তু কামিন্স নেই! হোটেলে বসে টিভিতে সতীর্থদের খেলা দেখতে হচ্ছে এ পেসারকে। কেন? কোভিড–১৯ পজিটিভ এক ব্যক্তির সংস্পর্শে আসায় সাবধানতা হিসেবেই অ্যাশেজে দ্বিতীয় টেস্টে নেই কামিন্স। তাঁর জায়গায় অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ।

টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ বোলার কামিন্স কাল অ্যাডিলেডে এক রেঁস্তোরায় খেতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর ভাই এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের খেলোয়াড় হ্যারি কনওয়ে।

তাঁদের টেবিলের পাশেই আরেকটি টেবিলে এক ব্যক্তির কোভিড–১৯ পজিটিভ ধরা পড়ে। ‘চ্যানেল সেভেন’কে অস্ট্রেলিয়ার খ্যাতিমান সংবাদকর্মী পিটার লালোর জানান, কামিন্স সেই ব্যক্তির সঙ্গে কথা বলেছেন এবং হাত মিলিয়েছেন।

তবে সেই লোক কোভিড পজিটিভ জানার পরই রেঁস্তোরা ত্যাগ করেন কামিন্স। ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) জানান বিষয়টি। এরপর তাঁকে আইসোলেশনে পাঠানো হয় এবং কোভিড–১৯ পরীক্ষায় তিনি নেগেটিভও হন। কিন্তু দক্ষিণ অস্ট্রেলিয়ার কঠোর জৈব সুরক্ষাবলয় নিয়ম অনুযায়ী, কামিন্সকে আগামী সাতদিন হোটেলে কোয়ারেন্টিন করতে হবে।

এতে ২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল বিকৃতি কেলেঙ্কারির পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করার সুযোগ পান স্মিথ। ওদিকে কামিন্স খেলতে না পেরে টুইট করেন, ‘এই টেস্টটা খেলতে না পেরে হৃদয়টা ভেঙে গেছে।’

অ্যাশেজে কোভিড বিধিমালা অনুযায়ী, অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে খাওয়া–দাওয়া সারতে পারবেন। তবে জনসমাগম এড়িয়ে যেতে বলা হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নিক হকলে জানান, টিকা নেওয়া কামিন্স কোভিড বিধিমালা ভঙ্গ করেননি। মেলবোর্নে তৃতীয় টেস্টেই তাঁকে পাওয়ার আশা করছেন হকলে, ‘আমাদের জৈব সুরক্ষাবলয়ের ভেতরেই সে ছিল, ছোট ছোট দলে ভাগ হয়ে খাবার খেতে বলা হয়েছে। বাঁচা গেল যে, চিন্তাটা মাত্র একজনকে নিয়ে।’

টস জিতে আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেটে ৩১ রান তুলেছে। ৩ রানে আউট হন মার্কাস হ্যারিস।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top