ওয়েস্ট ইন্ডিজ শিবিরে দুঃসংবাদ
প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২১ ২২:০৩
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৪:৫৫

প্রভাত ফেরী: বাংলাদেশকে টি-টোয়েন্টি আর টেস্টে হোয়াইটওয়াশ করে ঘরের মাঠেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত খেলছে পাকিস্তান।
বৃহস্পতিবার ২০৮ রানের পাহাড় ডিঙিয়ে রেকর্ড জয় পেল বাবর আজমরা।
আর এমন সুসময়ে দুঃসংবাদ ভেসে এলো ওয়েস্ট ইন্ডিজ শিবিরে।
দলটির খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফ- সবমিলিয়ে মোট ৮জন করোনা আক্রান্ত হয়েছেন। যে কারণে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবারই শুরু হওয়ার কথা ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি।
কিন্তু করোনার থাবায় তা পিছিয়ে গেল ৬ মাস। আগামী বছরের জুনে এ সিরিজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিসিবি ও উইন্ডিজ বোর্ড।
দুই বোর্ড মিলে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে বিষয়টি নিয়ে।
সেখানে লেখা হয়েছে, ‘বৃহস্পতিবার সকালে পিসিবি’র কোভিড-১৯ প্রটোকল হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বাকি ১৫ ক্রিকেটার এবং ৬ সাপোর্ট স্টাফের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। যেখানে ফলাফলের সবগুলোই নেগেটিভ এসেছে। এ কারণেই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়ানোর সিদ্ধান্ত বহাল রাখা হয়। তবে দুই দলের আলোচনার ভিত্তিতে, দলে (ওয়েস্ট ইন্ডিজ) যেহেতু পর্যাপ্ত ক্রিকেটার নেই, সে কারণে ওয়ানডে সিরিজটি ২০২২ সালের জুন পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হলো।’
বিষয়: ওয়েস্ট ইন্ডিজ
আপনার মূল্যবান মতামত দিন: