চ্যাম্পিয়নশিপের শিরোপা দেশবাসীকে উৎসর্গ
প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২১ ২২:২০
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৫:০১

প্রভাত ফেরী: পুরস্কার মঞ্চে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনকে আনন্দে জড়িয়ে ধরলেন টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি। দীর্ঘদিন পর সাফের আরেকটি ট্রফি এলো ঘরে। বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করছেন দেশবাসী।
তাই সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা দেশবাসীকে উৎসর্গ করলেন অধিনায়ক মারিয়া মান্দা। মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতকে ফাইনালে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি বলেন, ‘বিজয়ের সুর্বণজয়ন্তী উপলক্ষ্যে সবাইকে আমরা চ্যাম্পিয়ন ট্রফি উপহার দিলাম।
দেশের মাটিতে খেলা, অনেক দর্শক ছিল মাঠে। তাদের আমরা ভালো খেলা উপহার দিলাম। সবাইকে ধন্যবাদ, তারা আমাদের সমর্থন দিয়েছেন। অনেক ভালো লাগছে, আমরা তাদের শিরোপা উপহার দিতে পেরেছি।’ টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচ গোল করা শাহেদা আক্তার রিপা বলেন, ‘অনেক অনেক ভালো লাগছে। সবাই আমাদের সমর্থন করেছে। আমরা তার প্রতিদান দিতে পেরেছি। এতটা প্রত্যাশা করিনি। আল্লাহর রহমতে এটা হয়েছে।’
মনিকা চাকমার কথা, ‘মাঠে আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা চ্যাম্পিয়ন হয়েছি, খুব ভালো লাগছে।’
আঁখি খাতুন বলেন, ‘কোচ যেভাবে বলেছেন, আমরা সেভাবে খেলার চেষ্টা করেছি। শুরুতে আমার পজিশন ডিফেন্স ছিল না, স্ট্রাইকার বা রাইট উইংয়ে খেলতাম। পরে কোচ আমাকে যে পজিশনে খেলিয়েছেন, সেখানে খেলেছি। আমরা অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ এও একসঙ্গে আছি। অনেকদিন একসঙ্গে থাকায় আমাদের মধ্যে বোঝাপড়া ভালো।’ আফিদার কথা, ‘দুই ম্যাচে তিন গোল করেছি। খুবই আনন্দিত আমি। অনেকদিন পর আমরা শিরোপা জিতেছি। এটা ভীষণ আনন্দের। কী যে ভালো লাগছে তা বলে বোঝানো যাবে না।’
বিষয়: নারী অনুর্ধ ১৯
আপনার মূল্যবান মতামত দিন: