ওমিক্রন প্রভাবে স্থগিত লিভারপুলের বক্সিং ডে লড়াই
প্রকাশিত:
২৫ ডিসেম্বর ২০২১ ০২:৩২
আপডেট:
২৬ ডিসেম্বর ২০২১ ১০:৫০

প্রভাত ফেরী: ইউরোপজুড়ে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ হু হু করে বাড়ছে। ইউরোপের ফুটবলাঙ্গনও এর বাইরে নয়। একের পর এক সংক্রমণের জেরে ইংলিশ প্রিমিয়ার লিগে অনেকগুলো ম্যাচ স্থগিত করা হয়। স্প্যানিশ লা লিগার শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদের অবস্থা আরো ভয়াবহ। বেশ কয়েকজন করোনা আক্রান্ত।
ইংল্যান্ডে করোনা পরিস্থিতি দিনদিন বেড়েই চলছে। যে কারণে ২৬ ডিসেম্বর বক্সিং ডে’তে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল এবং লিডস ইউনাইটেডের মধ্যকার ম্যাচটিও স্থগিত ঘোষণা করা হয়েছে। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বক্সিং ডে’র এই লড়াইটি।
শুধু লিভারপুলেরই নয়, ওমিক্রণ সংক্রমনের ফলে প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ড এবং উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে আরও একটি ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে।
সব মিলিয়ে করোনার কারণে চলতি মাসে এখনও পর্যন্ত মোট ১২টি ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে। অথচ, এই সময়টায় ছিল ইংলিশ ফুটবলের সবচেয়ে ব্যস্ত সময়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে লিডস ইউনাইটেড জানায় যে, ‘আমরা খুবই হতাশ যে, বক্সিং ডে তে লিভারপুলের বিপক্ষে আমরা খেলতে নামতে পারবো না। কারণ, আমাদের ফুটবল দলের ৫জন ফুটবলার এবং স্টাফ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।’
বিবৃতিতে তারা আরও লিখেছে, ‘প্রতিজন আক্রান্ত ব্যক্তিই করোনা উপসর্গবিহীন। এটার কারণ সম্ভবত, আমরা উচ্চ মাত্রার ভ্যাকসিন গ্রহণ করেছি, এ কারণে।’
লিভারপুলও একটি বিবৃতিতে জানিয়েছে, ‘আমরাও নিশ্চিত করে জানাচ্ছি যে, করোনার কারণে ২৬ ডিসেম্বর বক্সিং ডে’তে অ্যানফিল্ডে আমাদের যে ম্যাচ ছিল লিডসের বিপক্ষে, সেটি স্থগিত করা হয়েছে।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: