লেস্টারের কাছে ৬-৩ গোলে ম্যানসিটির জয়


প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২১ ২২:১৯

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৪:৫৭

 

প্রভাত ফেরী: বক্সিং ডেতে এমন রোমাঞ্চকর ম্যাচ দেখা যাবে তা কে ভেবেছিল? অন্তত প্রিমিয়ার লিগ ইতিহাসেই বক্সিং ডেতে এক ম্যাচে এতগোলের নজির নেই। ম্যানচেস্টার সিটি-লেস্টার সিটির কল্যাণে সেটিও দেখতে পাওয়া গেলো। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে লেস্টারকে ৬-৩ গোলে হারিয়েছে ম্যানসিটি।

অথচ ২৫ মিনিটের খেলায় এমন আবহ ছিল যে, সিটির ৩ পয়েন্ট নিশ্চিতই হয়ে গেছে। শুরুর ঝড়ে লেস্টারের জাল কাঁপিয়েছে চারবার! ৫ মিনিটে যার শুরুটা করেছিলেন কেভিন ডি ব্রুইনা। ১৪ মিনিটে মাহরেজের পেনাল্টি থেকে ব্যবধান বাড়িয়ে নেওয়ার পর ২১ মিনিটে স্কোর ৩-০ করেছেন গুন্দোগান। ২৫ মিনিটে আবারও পেনাল্টি। এবার জাল কাঁপিয়েছেন স্টারলিং।

বিরতির পর লেস্টার কী করতে যাচ্ছে তা হয়তো টেরই পায়নি সিটি। নাহলে ১০ মিনিটের মধ্যে তিন গোল হজম করতে হতো না। তাতে স্কোর ৪-৩ হয়ে যাওয়ায় শুরুর আধিপত্যই ম্লান হতে বসেছিল। ভালো কিছুর আশা করছিল লেস্টারও। ভাগ্যভালো যে ম্যানসিটি শিবির স্বস্তি ফিরে পায় লেপোর্তে দারুণ এক হেডে ব্যবধান ৫-৩ করে নিলে। ৮৭ মিনিটে ফের স্টারলিংয়ের গোল ম্যাচ থেকে ছিটকেই দেয় লেস্টারকে।

অবশ্য সেট পিসে দুর্বলতা ছিল বলেই ম্যাচটায় খেসাড়ত দিতে হয়েছে লেস্টারকে। লেপোর্তে ও স্টারলিং দুজনেই গোল করেছেন কর্নার থেকে।  

অন্য ম্যাচে বড় ব্যবধানে জিতেছে আর্সেনালও। নরউইচ সিটিকে হারিয়েছে ৫-০ গোলে। চেলসি অবশ্য শুরুতে পিছিয়ে পড়েও দারুণ এক জয় তুলে নিয়েছে। অ্যাস্টন ভিলাকে হারিয়েছে ৩-১ গোলে।

টানা নবম জয়ে ১৯ ম্যাচে ম্যানসিটির সংগ্রহ দাঁড়িয়েছে ৪৭ পয়েন্ট। দুইয়ে থাকা লিভারপুলের সংগ্রহ ১৮ ম্যাচে ৪১।১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে চেলসি, সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে রয়েছে আর্সেনাল।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top