চতুর্থ রাউন্ডে ইউনাইটেডের পা
প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২২ ২৩:০৭
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৪:৫২

প্রভাত ফেরী: এফএ কাপে তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে উঠে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিশ্চিয়ানো রোনালদোসহ নিয়মিত একাদশে কয়েকজন খেলোয়াড়কে বাইরে রেখে জয় পেতে খুব একটা সমস্যা হয়নি রাফ রাগনিকের শিষ্যদের।
সোমবার রাতে নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলাকে ১-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। ম্যাচের অষ্টম মিনিটে গোল করেন স্কট ম্যাকটমিনাই। এই গোলেই জয় নিশ্চিত হয় রেড ডেভিলদসের।
পাল্টা জবাব দিতে অবশ্য চেষ্টার কোনো কমতি রাখেনি অ্যাস্টন ভিলা। অন্তত দুইবার ইউনাইটেডের জালে বল প্রবেশ করায় তারা। প্রথমে ফাউলের কারণে ও পরে অফসাইডে বাতিল হয়ে যায় তাদের গোল দুইটি।
টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের ম্যাচে আগামী ৫ ফেব্রুয়ারি মিডলসব্রো'র মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। একইদিন লিভারপুলের প্রতিপক্ষ কার্ডিফ, ম্যান সিটি খেলবে ফুলহামের বিপক্ষে।
বিষয়: ইউনাইটেড
আপনার মূল্যবান মতামত দিন: