ভারতের কাছে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ


প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২২ ০২:৪৭

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৯:৫৬

হোয়াইটওয়াশ এড়াতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় টি টোয়েন্টিতেও ভারতের কাছে হেরেছে ক্যারিবীয়রা।
রোববার কলকাতায় ওয়েস্ট ইন্ডিজকে ১৭ রানে হারিয়েছে স্বাগতিক ভারত। তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে জিতল রোহিত শর্মা বাহিনী।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ৫ উইকেটে ১৮৪ রান করে ভারত। জবাবে ওয়েস্ট ইন্ডিজ করতে পারে ৯ উইকেটে ১৬৭ রান। ঝড়ো ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন ভারতের সুরিয়া কুমার যাদব।
বড় টার্গেটে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ছিলেন ব্যর্থ। কাইল মায়ার্স ও শাই হোপ ছুতে পারেননি দুই অঙ্কের রান। তবে ৪৭ বলে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেন নিকোলাস পুরান। তার ইনিংস সাজানো আটটি চার ও এক ছক্কায়।
রভম্যান পাওয়েল করেন ১৪ বলে ২৫ রান। কাইরন পোলার্ড ও জেসন হোল্ডার পারেননি কিচু করতে। শেষের দিকে ২১ বলে ২৯ রান করেন রোমারিও শেফার্ড। সাত বলে ১২ রান করেন রস্টন চেজ।
বল হাতে ভারতের হয়ে হার্শাল প্যাটেল তিনটি, দীপক চাহার, ভেংক্টেশ আয়ার, শার্দুল ঠাকুর দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ভারতে হয়ে ৩১ বলে সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন সুরিয়া কুমার যাদব। তার ইনিংস সাজানো এক চার ও সাত ছক্কায়। ১৯ বলে চারটি চার ও দুই ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন ভেংক্টেশ আয়ার। ১৬ বলে চারটি চারে ২৫ রান করেন শ্রেয়াস আয়ার। ৩১ বলে ৩৪ রান করেন ওপেনার ইশান কিষাণ। ১৫ বলে মাত্র ৭ রানে ফেরেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, রস্টন চেজ, হেইডেন ওয়ালশ ও ডমিনিক ডার্কেস।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top