সাকিবকে ছাড়ালেন মুশফিক
প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০২২ ০৩:০৪
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৯:৫৬
আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ এক মাইলফলকে পা রাখলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সব ফরমেট মিলিয়ে ১৩ হাজার রানের ক্লাবে ঢুকেছেন উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
শুক্রবার চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ রানের এক ইনিংস খেলেছেন মুশফিক। এই ইনিংস খেলার পথে ১৩ হাজারি ক্লাবে তো ঢুকেছেনই, ওয়ানডেতে আবার সাকিব আল হাসানকে পেছনেও ফেলেছেন তিনি।
এই ম্যাচের আগে ওয়ানডেতে মুশফিকের রান ছিল ৬৫৮৪, সাকিবের ২৬ রান বেশি (৬৬১০)। আজ সাকিব আউট হয়েছেন ২০ করেই। তাতে বিশ্বসেরা অলরাউন্ডারের ওয়ানডে রান দাঁড়িয়েছে ৬৬৩০।
অন্যদিকে আজ ৮৬ রানের ঝকঝকে এক ইনিংস খেলা মুশফিকের নামের পাশে এখন ৬৬৭০ ওয়ানডে রান, সাকিবের চেয়ে ৪০ বেশি।
এই তালিকায় সবার ওপরে তামিম ইকবাল। বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডেতে তার রান সবচেয়ে বেশি (৭৬৮৬)। তামিমের ঠিক পরেই এখন মুশফিক।
তিন ফরমেট মিলিয়ে ১৩ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যেও বাংলাদেশে তামিমের পর এখন মুশফিক। মুশফিকের আন্তর্জাতিক রান এখন ১৩০০৮। তারপর সাকিবের ১২৫৫৩। তামিমের রান ১৪২৩২।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: