ইউক্রেনের দুই ফুটবলার নিহত রাশিয়ার হামলায়


প্রকাশিত:
৪ মার্চ ২০২২ ০২:৪৯

আপডেট:
১৭ মার্চ ২০২৫ ০০:১৬

 

প্রভাত ফেরী: ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকভ, চেরনোবিলসহ বিভিন্ন এলাকায় স্থলপথ, জলপথ ও আকাশপথে হামলা চালাচ্ছে রাশিয়া। হামলার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। ইতোমধ্যেই রাশিয়ার ফুটবল ক্লাব এবং জাতীয় দলকে নিষিদ্ধ করেছে ফিফা এবং উয়েফা। 

এবার পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ‘ফিফপ্রো’ টুইটারে খুদে বার্তায় জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের দুই তরুণ ফুটবলার নিহত হয়েছেন।

ইউক্রেনের ক্লাব কারপাতি লেভিভের যুব দলে খেলা ২১ বছর বয়সী ভিতালি সাপিলো কিয়েভে ভয়াবহ যুদ্ধে মারা গেছেন। ২৫ বছর বয়সী অপেশাদার ফুটবলার দিমিত্রো মার্তিনেঙ্কো স্থানীয় ক্লাব এফসি গোস্তোমেলে খেলতেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে নিজ বাড়িতে বোমা হামলায় ২৫ বছর বয়সী অপেশাদার ফুটবলার দিমিত্রো মার্তিনেঙ্কো এবং তার মা নিহত হন।

তাদের মৃত্যুতে ফিফপ্রো টুইটে বলে, ‘ইউক্রেনের তরুণ ফুটবলার ভিতালি সাপিলো ও দিমিত্রো মার্তিনেঙ্কোর পরিবার, বন্ধু ও সতীর্থদের পাশেই আছি আমরা। এ যুদ্ধে ফুটবলের প্রথম ক্ষতি। তাদের আত্মা শান্তিতে থাকুক।’

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে হামলা চালানোর পর দেশটির বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদেরা যুদ্ধে যোগ দিয়েছেন। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারানো মলদোভার ক্লাব শেরিফ তিরাসপোলের কোচ ইউরি ভেরনিদুব যুদ্ধ করছেন দেশের জন্য।

ইউক্রেনের উপর রাশিয়ার হামলার প্রতিবাদে দেশটি থেকে ইতোমধ্যেই উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল সরিয়ে নিয়েছে উয়েফা। এছাড়াও ক্রীড়াঙ্গন থেকে নিষেধাজ্ঞা বেড়েই চলেছে রাশিয়ার উপর।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top