টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট উইন্ডিজকে পেছনে ফেলল বাংলাদেশ


প্রকাশিত:
১৫ মার্চ ২০২২ ২৩:১৫

আপডেট:
১৬ মার্চ ২০২২ ০৪:৫৮

ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্টে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছে ক্যারিবিয়ানরা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে তাদের দুই পয়েন্ট কেটে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ক্যারিবিয়ানরা দুই পয়েন্ট হারানোর ফলে পয়েন্ট টেবিলেও এসেছে পরিবর্তন। বাংলাদেশের নিচে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। মোট ১৪ পয়েন্ট ও শতকরা ২৩.৩৩ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান এখন আট নম্বরে। তাদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে থাকলেও শতকরা পয়েন্টে (২৫.০০) এগিয়ে থেকে সাত নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শতকরা ৭৭.৭৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে পাকিস্তান এবং তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ভারত আছে টেবিলের চারে। পাঁচে শ্রীলঙ্কা আর ছয় নম্বরে আছে বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। শতকরা ১১.৬৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ইংলিশরা।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top