বিসিবি: মুজিববর্ষের সব আয়োজন শেষ হচ্ছে ২৯শে মার্চ


প্রকাশিত:
১৮ মার্চ ২০২২ ২৩:৩৯

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৯:৫৬

করোনা মহামারিতে থমকে গিয়েছিল মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। ক্রিকেটেও পড়ে এর ভীষণ প্রভাব। তবে গেল দুই বছরে ধীরে ধীরে কেটে যাচ্ছে সেই আতঙ্ক। মাঠে আবারো ফিরেছে দর্শক। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মিরপুর শেরেবাংলার গ্যালারি ছিল ‘হাউস ফুল’। এবার সেখানেই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে থাকবেন ভারতের প্রখ্যাত সুরকার এ আর রহমান। তার সুরে মুজিববর্ষের থিম সং বাজবে কনসার্টে।

উপস্থতি থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। ২৯শে মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে অনুষ্ঠান মাঠে বসে সরাসরি দেখতে পারবে ১৪ হাজার দর্শক। বিষয়গুলো নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইসমাঈল হায়দার মল্লিক। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা গত দুই বছর আমাদের সব টুর্নামেন্টের নামকরণ করেছি উনার নামে। ২৯শে মার্চ এ আর রহমানের কনসার্ট দিয়ে আমাদের কার্যক্রম শেষ হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদনও পেয়েছি, উনার উপস্থিতিতেই কনসার্টটি আয়োজন হবে।’
করোনা প্রভাবে ২০২০ সালে মুজিব শতবার্ষিকী উদযাপন কার্যক্রমকে ২০২২ সালের মার্চ পর্যন্ত বাড়ায় সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নিজেদের কার্যক্রমের ইতি টানতে যাচ্ছে ২৯শে মার্চ বিশেষ কনসার্টের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ১৪-১৫ হাজার দর্শক নিয়ে আয়োজন হবে কনসার্টটি। কনসার্টের মূল আকর্ষণ অস্কার বিজয়ী ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী এ আর রহমান। তার সঙ্গে পারফর্ম করবেন দেশি-বিদেশি অন্য তারকারা। সাধারণ দর্শকদের সুযোগ নিয়ে তিনি আরও যোগ করেন, ‘কনসার্টে বিভিন্ন ক্লাব, অফিশিয়ালসহ বিসিবি’র অন্যান্য স্টেক হোল্ডাররা থাকবেন। এর বাইরে সাধারণ দর্শকদের জন্যও ব্যবস্থা থাকবে। আশা করছি, ১৪-১৫ হাজার দর্শক থাকবে। খেলার মাঠ বলে পুরোটা নেয়া যাচ্ছে না। মাঠ ছাড়াও গ্র্যান্ড স্ট্যান্ড ও ক্লাব হাউজেও থাকবে। টিকিটের দাম এখনো চূড়ান্ত হয়নি। তবে চারটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বিক্রি হবে সাধারণ দর্শকদের টিকিট। মল্লিক এ প্রসঙ্গে বলেন, ‘এখনো চূড়ান্ত হয়নি। আশা করি কয়েকদিনের মধ্যে জানাতে পারবো। প্লাটিনাম, গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ চার ক্যাটাগরিতে টিকিট রাখা হচ্ছে।’
২০২০-এর মার্চেই এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে করোনার থাবায় তা স্থগিত করতে বাধ্য হয় বিসিবি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় অনুষ্ঠানটি আর আয়োজন করতে পারেনি দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। তবে এই মাসের শেষ সপ্তাহে ফের কনসার্ট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উক্ত সময়ে অনুষ্ঠেয় ঢাকা প্রিমিয়ার লীগের কিছু ম্যাচ মিরপুরের পরিবর্তে আয়োজন করা হবে ইউল্যাব মাঠে। ১৯শে মার্চ থেকে ১লা এপ্রিল পর্যন্ত মিরপুর স্টেডিয়ামে ঢাকা লীগের আর কোনো ম্যাচ হবে না।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top