ঢাকায় ফিরলেন সাকিবঃ জানালেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের রহস্য
প্রকাশিত:
২৬ মার্চ ২০২২ ০৪:০৭
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৯:৫৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ২-১ এ সিরিজ জয়ে বাংলাদেশ দল এখন চনমনে। তবে মন ভালো নেই সাকিব আল হাসানের। কারণ মাসহ পরিবারের সবাই অসুস্থ।
সেঞ্চুরিয়নে বুধবার সিরিজ নির্ধারণী ম্যাচ শেষ হতেই দেশে ফিরেছেন টাইগার অলরাউন্ডার। বৃহস্পতিবার রাত ১০টায় বাংলাদেশে এসে পৌঁছান তিনি।
বিমান থেকে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হন সাকিব। মলিন মুখে জানালেন পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে চান না।
এ সময় সাংবাদিকরা জানতে চান দক্ষিণ আফ্রিকা জয়ের রহস্যটা কি?
সাংবাদিককে সাকিব মনে করিয়ে দিলেন, হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ বাংলাদেশের কোচিং স্টাফের একটি বড় অংশ দক্ষিণ আফ্রিকার।
সাকিব বলেন, ‘তারা (কোচরা) কন্ডিশন সম্পর্কে জানেন। তাদের (দক্ষিণ আফ্রিকা) ড্রেসিংরুমে কী অবস্থা, জানতে পেরেছি। এ জন্য কাজ সহজ হয়েছে।’
সিরিজ জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিতে চান সাকিব। সিনিয়র-জুনিয়রের পারফরম্যান্স নিয়ে বিচার করতে চান না তিনি। তিনি বলেন, ‘সবাই চেষ্টা করেছে ভালো খেলার জন্য। এ জন্যই জিততে পেরেছি আমরা। দলের সবাই পারফর্ম করছে, এটিই সবচেয়ে বড় কথা।’
প্রোটিয়াদের উইকেটে পেসারদের দারুণ পারফরম্যান্স বিষয়ে সাকিব বলেন, ‘আমাদের পেস বোলাররা বেশ কিছু দিন ধরে ভালো করছে। এ জন্যই আমরা নিউজিল্যান্ডে জিততে পেরেছি। পেস বোলারদের ওপর অনেক বেশি বিশ্বাস রয়েছে টিম ম্যানেজমেন্টের। তারা ভালো করলে আমরা আরও ভালো করব।’
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: