তাইজুলের উন্নতি, মিরাজের অবনতি
প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২২ ০২:৪৬
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৯:৫৯

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টে বাজে করেছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজে হতে হয়েছে হোয়াইটওয়াশ। তবে এরই মধ্যে দারুণ বোলিংয়ে আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামের। তবে অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। ব্যাটারদের তালিকায় পিছিয়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকও।
বাংলাদেশের বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে তাইজুল সবার ওপরে। ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন আছেন ২২তম স্থানে। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়েন তাইজুল। পোর্ট এলিজাবেথে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে ১৩৫ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। দেশের বাইরে যা তার সেরা বোলিং। দ্বিতীয় ইনিংসে ধরেন তিন শিকার।
৩৩২ রানে হারা ওই টেস্টে বল হাতে আলো ছড়িয়ে উন্নতি করেছেন খালেদ আহমেদও। দুই ইনিংসে ৪ উইকেট নিয়ে ২২ ধাপ এগিয়ে ঢুকেছেন সেরা এক শ’তে। অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। দুই ইনিংসে ৩ উইকেট নেয়া এই অফ স্পিনার তিন ধাপ পিছিয়ে এখন ৩৪ নম্বরে। ৬ ধাপ নিচে নেমে ইবাদত হোসেন ৮৫তম স্থানে।
তবে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে ৮০ রানে গুটিয়ে দেয়ার কারিগর কেশভ মহারাজের অগ্রগতি ৭ ধাপ। দ্বিতীয় ভাগে ৪০ রানে ৭ উইকেট নেয়া দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার আছেন ২১তম স্থানে। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে র্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা লিটন কুমার দাস তিন ধাপ পিছিয়ে আছেন ২০তম স্থানে। এক ধাপ নিচে নেমে গেছেন মুশফিকুর রহিম, অবস্থান ২৯। তামিম ইকবাল দুই ধাপ নেমে আছেন ৩৫ নম্বরে। বড় অবনতি হয়েছে অধিনায়ক মুমিনুল হকের। ছয় ধাপ পিছিয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজার সাথে যৌথভাবে তার অবস্থান ৫০তম স্থানে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: