সিডনী বুধবার, ১৫ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


জীবনের কিছু কথা : নুরুন নাহার বিপ্লবী


প্রকাশিত:
১ জুন ২০২০ ২২:০০

আপডেট:
১৫ মে ২০২৪ ০২:৪৮

 

এক চাঁদনী রাতে নির্বাক হয়ে দেখছিলাম
জোসনা বিধৌত অপরূপ বসুন্ধরা ;
মগ্ন চেতনা জাগিয়ে দিল গানের পাখি চন্দনা !
তাই বুঝি সে সুরে ছিলাম আপনহারা ।

সে সুরধ্বনিতে ছিল কিছু বিস্ময় !
কিছু মুগ্ধতা ; কিছু কষ্টে ভরা নীলবেদনা ;
বাগানের গোলাপে ছিল স্নিগ্ধ আয়োজন !
জমেছিল তাই সুরের আরাধনা ।

জানতে চাইলাম ; ‘তোমার বিস্ময় বলো তো চন্দনা ?”
‘তোমার মধ্যরাতে পৃথিবীর অন্য ভূখণ্ডে সূর্যোদয়”- !
সুদূর দিগন্ত থেকে উড়ে আসা বিমোহিত চন্দনা
এভাবেই জানাল তার পরম বিস্ময় !

একই সাথে রাত –দিনের বিধ্বংসী খেলা
উপলব্ধিতে এলো তমসাচ্ছন্ন শতাব্দীর এক অখণ্ডিত ইতিহাস ।
এ যেন তিল তিল করে গড়ে ওঠা ভিন্ন সাম্রাজ্যের নিসর্গ ;
ভিন্ন স্রোতের অচেনা জলোচ্ছ্বাস ।

কালের সাক্ষী অশ্বত্থ গাছটিও শুনে কেঁদেছিল
বিদগ্ধ চন্দ্র-সূর্যের বেদনাবিধুর কাহিনী ;
সে সুরে ছিল বিদীর্ণ হৃদয়ের অশ্রুপাত !
কষ্টের ভেলায় ভেসে যাওয়া দুঃস্বপ্নের রাগিণী ।

এরপর সুরধ্বনিতে ছিল শুধুই উচ্ছ্বাস !
মুগ্ধতার আবেশ মাখানো সুর ;
সমুদ্রের নীলজলে স্বর্ণবরণ সূর্যের প্রতিচ্ছবি ;
যেন স্বপ্নালোকের নিঃশব্দ ইন্দ্রজালে রচিত ভোর ।

কখনো বিস্ময় ; কিছু নীলবেদনা -
কখনো বা মুগ্ধতার আবরণ ;
সকাল-সন্ধ্যায় বিলীন হয়ে যাওয়া
এইতো আমাদের জীবন ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top