সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


দুখু মিয়া : লাভলী ইসলাম 


প্রকাশিত:
১ জুন ২০২০ ২৩:৩৩

আপডেট:
১ জুন ২০২০ ২৩:৩৪

 

সঙ্গীতজ্ঞ দার্শনিক বাঙ্গালী কবি
দাসত্বের বিরুদ্ধে সোচ্চার তুমি প্রতিবাদী
সাংবাদিক রাজনীতিবিদ সৈনিক বিদ্রোহী 
আবার তুমি এক মুয়াজ্জিন ধর্মীয় অনুভূতি 
হিন্দু ধর্মের পুরানসমূহ অধ্যায়নে ও তুমি 
পিতৃহীন নয় বছরে দশ বছরেই কর্মে খড়ি ।

ভারত আর করাচীতে সেনাবাহিনীর সৈনিক 
ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামী নির্ভীক 
লেটো দলের গাদা কবির গানের পাখী শৈল্পিক
অভিনয় গান কবিতা সর্বোপরি তুমিই শ্রেষ্ঠ আবৃত্তিক
প্রথম বিশ্বযুদ্ধে অংশ গ্রহনকারী আগুন্তক সৈনিক 
জীবনের সর্বক্ষেত্রে তোমারই কৃতিত্ব চারিদিক ।

অগ্নিবীণা হাতে তুমি সাময়িকী ধুমকেতুর 
অসহযোগ আন্দোলনে একা চির উন্নত শির
সশ্রম কারাদন্ডে দণ্ডিত অবস্থান হলো কারাগার
ঘরজামাই হবে না বলে নার্গিসের হলো না সংসার
সেবা শুশ্রূষা পেলে হাতে কুমিল্লার প্রমীলা দেবীর 
অসংখ্য সৃষ্টির সেরা বিদ্রোহী কবি ভারত বাংলার ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top