সিডনী বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


করোনা ভাইরাসে আক্রান্ত বেশি হচ্ছে পুরুষেরা : শিবব্রত গুহ


প্রকাশিত:
৪ জুন ২০২০ ২২:৩৮

আপডেট:
৫ জুন ২০২০ ০০:৫৭

ফাইল ছবি

 

আজ গোটা পৃথিবীর মানুষ আতঙ্কিত করোনা ভাইরাসকে নিয়ে। মানুষের চরম শত্রু হল এই প্রাণঘাতী ভাইরাস। যত দিন যাচ্ছে, ততই এই ভাইরাস ক্রমশ হচ্ছে শক্তিশালী। সারা বিশ্ব জুড়ে, এই মারণ ভাইরাসের শিকার দিনকে দিন পেয়ে চলেছে শুধু বৃদ্ধি।

একটা বিশেষ দিক এই ভাইরাসের লক্ষ্য করেছেন বিশেষজ্ঞরা। তারা দেখেছেন, যে, নারী নয়, পুরুষদের মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক বেশি। এই নিয়ে, তারা যথেষ্ট চিন্তিত।

সম্প্রতি, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ( আইসিএমআর) - এর গবেষণা থেকে একটা তথ্য উঠে এসেছে। তা হল, যে, আমাদের দেশ ভারতবর্ষে, করোনা ভাইরাসে নারীদের তুলনায় পুরুষদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। এর পেছনে কি কি কারণ রয়েছে? তা আমি এখানে এখন আলোচনা করবো।

তবে, এনিয়ে, চিকিৎসকদের মধ্যেও মতপার্থক্য আছে। ফুসফুস বিশেষজ্ঞ পার্থ প্রতিম বোস বলেছেন, " যারা ধূমপান করেন, তাদের ফুসফুস এমনিতেই দুর্বল। ভারতে জেলা বা ছোট শহরে, মেয়েদের চাইতে পুরুষেরা অনেক অনেক বেশি পরিমাণে ধূমপান করে থাকে। গ্রামের দিকে, মানুষেরা এখনো হুঁকো খান। সেই সাথে তারা বিড়ি, সিগারেটও সমানতালে পান করে থাকেন। তাই, এক্ষেত্রে, মেয়েদের তুলনায় পুরুষদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি হয়।"

ইউরোপের দেশ ইতালিতে, অনেক মানুষ এই করোনাতে, আক্রান্ত হন ও মারা যান। এক্ষেত্রে, মূল কারণ হল, সেদেশের লোকেদের মধ্যে ধূমপানের অভ্যাস খুব বেশি। আবার, চিকিৎসক সুব্রত কুন্ডু মনে করেন, " এর প্রধান কারণ, পুরুষেরা অনেক বেশি বাইরের কাজ করেন নারীদের চাইতে। "

ডয়চে ভেলেকে বলেছেন, " আসলে, ভারতে পুরুষেরা মেয়েদের থেকে, অনেক বেশি বাইরে বের হন, তাই, তারা বেশি করে করোনাভাইরাসে আক্রান্ত মানুষজনের সংস্পর্শে আসছেন। সেখান থেকে হচ্ছেন আক্রান্ত। "

ডাক্তার সাত্যকি হালদার মনে করেন, " বিশ্বের অন্য জায়গাতেও, একই ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। করোনা হচ্ছে সামাজিক অসুখ। এই ভাইরাস খুবই সংক্রামক অর্থাৎ ছোঁয়াচে। তাই, যিনি বাইরে যাচ্ছেন ও আক্রান্ত হচ্ছেন, তিনি ঘরে ফিরলে গোটা পরিবারে এই ভাইরাস সংক্রামিত হচ্ছে। এরফলে, নারীরা এই ভাইরাসে কম আক্রান্ত হচ্ছেন আর পুরুষেরা বেশি, এই প্রবণতা বাইরে বেরোনোর নিরিখে বিচার করলে ভুল হবে। আসলে যে কোনও ভাইরাসের একটা জেনেটিক কাঠামো থাকে। করোনার ক্ষেত্রে, সেই গঠন এখনো যায়নি বোঝা। পুরুষ ও নারীদের, রোগ প্রতিরোধ করার সিস্টেম আলাদা।
বহু ক্ষেত্রে, কারো প্রতিরোধ ক্ষমতা বেশি, কারোবা কম। করোনা ভাইরাস কিভাবে এই প্রতিরোধ ক্ষমতা ভাঙছে? তা কিন্তু এখনো অজানা। জানা গেলে, তখন হয়তো বোঝা যাবে, কেন পুরুষেরা এই মারণ ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছেন? "

আইসিএমআরের সমীক্ষায় বলা হয়েছে, যে, করোনা ভাইরাসে আক্রান্ত অধিকাংশ পুরুষদের বয়স ৪০ বছরের বেশি। এই সমীক্ষা অনুযায়ী, এই ভাইরাসে ৫০ বছরের বেশি বয়সের পুরুষদের ওপরে এর প্রকোপ অত্যন্ত বেশি। আরো পরিষ্কার করে বলা যায় যে, ৫০ থেকে ৫৯ বছর বয়সীরা এই ভাইরাসের সফট টার্গেট। আইসিএমআরের মতে, মধ্যরেখা হল ৫৪ বছর।

অবশ্য এর কারণ নিয়েই চিকিৎসকদের মধ্যে রয়েছে মতভেদ। তাদের মতে, ৫০ বছরের পর থেকে, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। তাই তাদের মধ্যে করোনা সংক্রমণ হয় বেশি। সাত্যকি হালদার মনে করেন, যে, " ৫০ - এর পর থেকে লোকের রোগ প্রতিরোধ ক্ষমতা কমলেও, ৬০-৬৫ বছর বয়স পর্যন্ত বাইরে বেরোনোর প্রবণতা আগের মতোই থাকে।তাই,তারা আক্রান্ত হচ্ছেন বেশি। "

পার্থ প্রতিম বোস মনে করেন, " একে তো ওই বয়সে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তার ওপর যারা ধূমপায়ী, তারাও অনেক দিন ধরে ধূমপান করে করে ফুসফুসের অনেক ক্ষতি করেছেন। তাই, তারা বেশি আক্রান্ত হচ্ছেন। "
করোনা ভাইরাসে আক্রান্ত বেশি হচ্ছে পুরুষেরা, এনিয়ে শুধু আমাদের দেশ ভারতেই নয়, সারা বিশ্বের পুরুষেরা, চিন্তিত, অবশ্যই চিন্তিত।


শিবব্রত গুহ
গড়ফা, কলকাতা।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top