সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


আল্লাহর ফায়েজ বরকত ও রহমত : এনামুল হক টগর


প্রকাশিত:
১৬ জুন ২০২০ ২৩:৪১

আপডেট:
১৭ জুন ২০২০ ২৩:১৩

 

আল্লাহর দাস তত্ত্বজ্ঞানী কামেল অলির সুশীতল ছায়াতলেই শান্তির আশ্রয়।
তিনিই মহান রবের সঠিক সরল পথ চেনেন ও জানেন সালাত ধ্যান ও তপস্যায়!
তিনি আল্লাহ হতে অর্জিত হেদায়েত নূর দিয়ে করেন মুক্তির সফল কল্যাণ,
আর অন্ধলোককে নূরে জ্যোতিষ্মান করতে পারেন ঐশ্বরিক গুণাগুণ!
কামেল অলির হাতে বাইয়াত প্রেমের শপথই প্রশান্তময় জান্নাতের পথ ও ঠিকানা!
আর ইল্ল্যীয়ানের সুসংবাদ ও মুক্তির আলোকপ্রাপ্ত বার্তার পরিপূর্ণ জীবন!
এ-যেন কোহে-কাফের ছায়ার চেয়েও ব্যাপক বিস্তৃত ও বাকায় অনাদি চিরন্তন!
আল্লাহর নিয়ামত থেকেই অলিদের ফায়েজ বরকত ও রহমত বিশ্বাসীদের করে রাখে বেষ্টন।
ফায়েজ বরকত আর রহমতই সমগ্র বিশ্ব-মানবের আশ্রয়স্থল ও জীবন চৈতন্য!
আবার প্রাণীকূল ও জীবকূলের বাঁচার আশ্রয়স্থলও জ্যোতির্ময় প্রণের চেতনা!
এ-যেন রূহনী সূর্য কিরণ!পৃথিবীর সূর্য আলো অপেক্ষা অধিক অধিক উদীয়মান বিস্ময়!
কোটি কোটি গুণ আলোকপ্রাপ্ত জ্যোতিতে দীপ্তময় ও অনাবিল অনন্ত অক্ষয়!
আল্লাহ নূরের ফায়েজ বরকত আর রহমতই প্রজ্বলিতসিরাজুম মনিরায় অখণ্ড নূর জ্যোতির্ময়!
মানবকূল জ্বীনকূল আর ফেরেস্তাকূল এই জ্যোতির্ময় নূরেই জীবন্ত ও জীবিত উদয়!
রূহানীয়াতের প্রজ্বলিত কিরণই মানব দেহে কুরসী সুলতানী জিসমানী ও জীবাত্মার গুপ্তজ্ঞান।
যা সূক্ষ্মতম ও সর্বোত্তম আল্লাহ উপলব্ধির প্রজ্ঞাময় ও বিজ্ঞময় অবিস্মরণীয় গুণাগুণ!
এ-যেন অনির্বাণ শিখার একক বেলায়েত ও তাসাউফ তত্ত্বজ্ঞানের প্রদীপে চিরজীবী চিরন্তন।

 

লেখক: এনামুল হক টগর
কবি ও সংগঠক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top