সিডনী শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল : মু: মাহবুবুর রহমান 


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২১ ১৮:৩৪

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ১৭:৩৩

 

ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ফরম্যাট টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (১ এপ্রিল) আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।  

বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, “বোর্ড সভায় আইসিসির পূর্ণাঙ্গ নারী দল সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।” ফলে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল এখন থেকে টেস্ট ম্যাচও খেলতে পারবে। 

২০০০ সালে টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। প্রায় দুই দশক পার করে এবার এদেশের নারীরা পেলেন টেস্ট খেলার সুযোগ। বাংলাদেশ নারী ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস পায় ২০১১ সালের ২৪ নভেম্বর। সাত বছরের মাথায় এবার ক্রিকেটের কুলীন ফরম্যাটে নাম লেখালেন বাংলাদেশের মেয়েরা। 

এখন পর্যন্ত সর্বমোট ১০ নারী ক্রিকেট দল আইসিসির টেস্ট স্বীকৃতি পেয়েছে। যেখানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার পাশাপাশি টেস্ট খেলেছে আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড নারী দল। এদের সঙ্গে এবার যুক্ত হবে বাংলাদেশের নারীরাও। 

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। জিতেছে ৯টিতে, হার ২৭ ম্যাচে। টি-টোয়েন্টি খেলা হয়েছে এর চেয়ে একটু বেশি। ৭৫ ম্যাচে জয় ২৭টিতে, হার ৪৮টিতে। সাদা পোশাকে কেমন খেলবে বাংলাদেশের মেয়েরা সেটা সময়েই বলে দিবে। 

টেস্ট স্ট্যাটাস পাওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল। অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘‘এটা এক অসাধারণ অর্জন। আমি বিশ্বাস করি আগামী দিনে নারী ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে গৌরবোজ্জ্বল ঐতিহ্য রচনা করবে। মুজিববর্ষে নারী ক্রিকেটারদের এ সাফল্য বিশ্বব্যাপী বাঙালি  নারীর ক্ষমতায়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’’ 

 

মু: মাহবুবুর রহমান  
নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top