জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করলো শ্রীলঙ্কা


প্রকাশিত:
২৮ জুন ২০২৩ ২২:৩৭

আপডেট:
১৭ মার্চ ২০২৫ ১৯:১১

 

জয় দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপের লড়াই শেষ করলো শ্রীলঙ্কা। মঙ্গলবার (২৭ জুন) ‘বি’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৮২ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে গ্রুপ পর্বে ৪ ম্যাচের সবগুলোতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার সিক্সে উঠে গেছে শ্রীলঙ্কা।

 

বুলাওয়ের কুইন্স স্পোটর্স ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাটিংয়ের নামে শ্রীলঙ্কা। ওপেনার পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালঙ্কার জোড়া হাফ-সেঞ্চুরিতে ৪৯.৩ ওভারে ২৪৫ রানে অলআউট হয় লঙ্কানরা। নিশাঙ্কা ৭৫ ও আসালঙ্কা ৬৩ রান করেন। স্কটল্যান্ডের ক্রিস গ্রিভস ৪টি উইকেট নেন।

জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ২৯ ওভারে ১৬৩ রানেই অলআউট হয় স্কটল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন গ্রিভস। শ্রীলঙ্কার মহেশ থিকশানা ৩টি ও হাসারাঙ্গা ডি সিলভা ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন থিকশানা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top