সিডনী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


আজ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের লড়াই


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৩ ১৩:১১

আপডেট:
৩০ এপ্রিল ২০২৪ ০৭:৩৩

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

 

আফগানিস্তানের বিপক্ষে উড়ন্ত শুরুর পরই ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারেন টাইগাররা। সব মিলিয়ে প্রথম দুই ম্যাচে অম্ল-মধুর অভিজ্ঞতা সঙ্গী করেই চেন্নাইয়ে বাংলাদেশ দল। ঘুরে দাঁড়ানোর মিশনে যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। 

আজ চিদাম্বরম স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু দুই দলের লড়াই। 

এই সম্পূর্ণ ভিন্ন পরিবেশেই নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আজ দিন-রাতের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, সেমিফাইনালে যাওয়ার রাস্তা পরিষ্কার রাখতে যে ম্যাচটা জেতা টাইগারদের জন্য খুব জরুরি। তবে দুই দলের অতীত পরিসংখ্যান সাকিবদের চিন্নার ভাজ হয়ে দাঁড়াতে পারে। কেননা, বিশ্বকাপ দেখায় টাইগারদের হারের পাল্লা শতভাগ। 

এ পর্যন্ত ৫ দেখায় ৫টিতেই হেরেছে সাকিব বাহিনী। এ ছাড়া একদিনের ক্রিকেটে ৪১ বার দুই দলের দেখায় ৩০টিতে জয় নিউজিল্যান্ডের। বিপরীতে ১০টি জয় বাংলাদেশের। তাই লিটন-সাকিবদের জন্য এটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে তা বলা যায়!    

এদিকে ম্যাচের আগের সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসে সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য দাবি করেন, সেমিফাইনাল নিয়ে এখনই অত ভাবার দরকার নেই। সবে তো দুটো ম্যাচ হয়েছে, আমরা বরং একটা একটা করেই এগোই।

ভারতের সবচেয়ে স্পিন বান্ধব উইকেট ধরা হয় এই ভেন্যুটিকে। মিরপুরের সঙ্গে এই মাঠের কিছুটা মিল আছে। প্রতিপক্ষ হিসেবে দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ড হলেও কন্ডিশনের চেনা আবহ বাংলাদেশকে দিচ্ছে সাহস। কিউইদের স্পিন দুর্বলতার কথা বেশ ভালোই জানা বাংলাদেশের। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজেও স্পিনারদের সামলাতে হিমশিম খেতে হয় নিউজিল্যান্ডকে। তাই সাকিব-মিরাজদের সামনে বেশ কঠিন পরীক্ষা দিতে হবে তাদের।

তবে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে কনওয়ে-উইলিয়ামসনের মতো তারকা ব্যাটাররা নিজেদের দিনে বেশ ভয়ঙ্কর। সেই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। কিউইদের জন্য স্বস্তির খবর এই ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন হচ্ছে উইলিয়ামসনের। তাই টাইগারদের চিন্তার কারণ হতে দাঁড়াতে পারে এই অভিজ্ঞ দলে ফেরা নিয়ে।

 


বিষয়: বিশ্বকাপ


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top