সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


সেই ফেলিক্স জেতালেন বার্সেলোনাকে


প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২৩ ১৭:২৫

আপডেট:
১৭ মে ২০২৪ ১৬:৩১


অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে এ মৌসুমেই বার্সেলোনায় যোগ দিয়েছেন জোয়াল ফেলিক্স। তাও আবার ধারে। সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নেমেই পেলেন দারুণ এক গোল। সেই গোলই কিনা গড়ে দিল ম্যাচের ভাগ্য।


অ্যাতলেতিকোর বিপক্ষে ১-০ গোলের এই জয় বার্সেলোনাকে এনেছে পয়েন্ট তালিকার তিনে।
১৫ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৩৪। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে অ্যাতলেতিকো। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট করে নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ এবং দুইয়ে জিরোনা।


লা লিগায় অ্যাতলেতিকোর বিপক্ষে বার্সার এটি টানা চতুর্থ জয়। আর ঘরের মাঠে অ্যাতলেতিকোর বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড আরো দীর্ঘায়িত করল বার্সা। কাতালুনিয়ায় এসে সবশেষ ২০০৬ সালে জিতেছিল মাদ্রিদের ক্লাবটি। এর মাঝে ১৮ ম্যাচে বার্সার জয় ১৩ এবং ড্র ৫টি।


অলিম্পিক স্টেডিয়ামে আক্রমণ পালটা আক্রমণে চলেছে ম্যাচ। সুযোগ তৈরি করে দুই দলই। যার প্রথমটা কাজে লাগায় বার্সেলোনা। ২৮ মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটি আসে ফেলিক্সের পা থেকে। রাফিনিয়ার কাছ থেকে পাওয়া বল নিয়ে বক্সে ঢুকে কোনাকুনি থেকে চিপ শটে জাল খুঁজে নেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।


শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে দারুণ জয় পায় বার্সেলোনা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top