সিডনী শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


ধর্ষণের অপরাধে সাড়ে চার বছরের জেল আলভেসের


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:২২

আপডেট:
১৭ মে ২০২৪ ১৫:১৯

 

বার্সেলোনায় খেলা ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেসকে জেলে যেতে হচ্ছে ধর্ষণের দায়ে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর বার্সেলোনার এক নাইট ক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাড়ে চার বছরের জেল হয়েছে তাঁর। আলভেস অবশ্য শুরু থেকেই বলে এসেছেন ঐ নারীর সম্মতিতেই হয়েছে তা। তবে বার্সেলোনার আদালতের বিবৃতি, ‘ভুক্তভোগীর কোন সম্মতিই ছিল না তাতে, তার অকাট্য প্রমাণ পাওয়া গেছে।


’ আলভেস অবশ্য এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন। শিরোপার দিক দিয়ে বিশ্বের অন্যতম সফল ফুটবলার আলভেস। এমনও বলেছিলেন, ‘আমার ৪৩ টি ট্রফি। সেই রেকর্ড যদি কেউ ভাঙতে চায় প্রয়োজনে ৫০ বছর পর্যন্ত আমি খেলবো।


’ কিন্তু ২০২২- এর ঐ ঘটনায় অভিযুক্ত হলে তাঁর সর্বশেষ দল মেক্সিকোর ইউএনএম ২০২৩- এর জানুয়ারিতেই তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে। অবশেষে সেই মামলায় সাড়ে চার বছরের জেলই হতো তাঁর। শুধু তাই নয়, এই সময়ের পর আরও পাঁচ বছর নজরদারীর মধ্যে থাকতে হবে তাঁকে।
ঘটনার রাতে আলভেস মাতাল ছিলেন সেই স্বীকারোক্তি দিয়েছেন তাঁর বন্ধু।


ঐ নারীর অভিযোগ আলভেস তাঁকে আঘাতও করেছিলেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হওয়া পুলিশের জবানবন্দীও ভীত, সন্ত্রস্ত অবস্থায় ঐ নারীকে তারা পেয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top