সিডনী শনিবার, ২৭শে জুলাই ২০২৪, ১২ই শ্রাবণ ১৪৩১


৭ উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ


প্রকাশিত:
১ এপ্রিল ২০২৪ ১৬:১৯

আপডেট:
২৭ জুলাই ২০২৪ ১৩:৫৩

 

রান প্রসবা চট্টগ্রামেও যেন পুরনো বাংলাদেশ। যেখানে রান পাহাড় গড়েছে লঙ্কানরা, সেখানে ২০০ পাড়ি দেয়াও যেন স্বপ্নসম হয়ে দাঁড়িয়েছে টাইগারদের। ১৪৮ রানেই ৭ উইকেট হারিয়ে অপেক্ষা কেবল অলআউটের।

১ উইকেটে ৫৫ রান নিয়ে সোমবার চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। কোনো বিপদ ছাড়াই ছুঁয়ে ফেলে ৯০ এর ঘর। তবে ভালো শুরুর ধারাটা ধরে রাখতে পারেনি আর। হঠাৎ ধস নামে ইনিংসে, হারায় পথ।


দুই ফার্নান্দো মিলে চেপে ধরেন বাংলাদেশকে। সুবাদে ৬০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৫৫ রান। মুমিনুল ২২ ও মিরাজ ব্যাট করছেন ৫ রানে। ফলোঅন এড়াতে বাংলাদেশকে করতে হবে ৩৩২ রান।


প্রথমে দারুণ খেলতে থাকা জাকির হাসানকে ফেরান বিশ্ব ফার্নান্দো। ফিফটি তুলে জাকির বোল্ড হন ১০৪ বলে ৫৪ রানে। ভাঙে তাইজুলের সাথে জাকিরের ৪৯ রানের জুটি।

অধিনায়ক শান্ত মাঠে আসেন এরপর। তবে তার মেয়াদ ছিল মাত্র ১১ বল। প্রতাভ জায়সুরিয়ার বলে করুনারত্নেকে ১ রানে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। বড় ধাক্কা খায় বাংলাদেশ।

সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের আঘাত হানেন বিশ্ব। এবার ফেরান তাইজুলকে। ৬১ বলে ২২ রানে আউট হন তাইজুল। ১০৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে দলকে উদ্ধারের চেষ্টা করেন সাকিব আল হাসান ও মুমিনুল হক। তবে টেকেনি তাদের প্রতিরোধ। পরের ৪৬ বল থেকে ২১ রান যোগ করেন দু’জনে। এরপরই ফেরেন সাকিব।

এক বছর পর টেস্টে ফেরা সাকিব ব্যাট হাতে পারলেন না প্রত্যাবর্তন রাঙাতে। আভিস্কা ফার্নাদোর শিকার হন ২৩ বলে ১৫ রান করে। সাতে নেমেও লিটন রানের দেখা পাননি। দুঃসময়ে ঘুরপাক খাওয়া এই ব্যাটার আউট হন ৪ রানে।

জোড়া উইকেট হারানোর পর শাহাদাত দিপুকে পেয়েছিলেন মুমিনুল। তবে তিনিও পারেননি যোগ্য সমর্থন দিতে। মুমিনুলকে রেখে ৩৬ বলে ৮ রানে ফেরেন তিনি। ১৪৮ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top