সিডনী বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১


নারী ক্রিকেট

তৃষ্ণার হ্যাটট্রিকের পরও বড় সংগ্রহ অস্ট্রেলিয়ার


প্রকাশিত:
২ এপ্রিল ২০২৪ ১৬:৫৭

আপডেট:
২ এপ্রিল ২০২৪ ১৬:৫৭


ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও দাপট ধরে রেখেছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে বড় লক্ষে ছুঁড়ে দিয়েছে অজি মেয়েরা। টাইগ্রেস পেসার ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিকের পরও বাংলাদেশকে ১৬২ রানের টার্গেট অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (২ এপ্রিল) শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ১৫ রানে ৭ বলে ২ রান করে আউট হন ফোবি লিচফিল্ড।


এরপর গ্রেস হ্যারিস ও জর্জিয়া ওয়ারহাম মিলে শুরুর ধাক্কা সামাল দেন। ৯১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন ওয়ারহাম। তবে দলীয় ১০৬ রানে ৩০ বলে ৫৭ রান করে আউট হন তিনি।

ওয়ারহামের বিদায়ের পর ধস নামে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনে। হ্যাটট্রিক করে অজি ব্যাটিং নাইনে ধস নামান ফারিন তৃষ্ণা। তবে গ্রেস হ্যারিসের ৩৪ বলে ৪৭ ও এলিসি পেরির ২২ বলে ২৯ রানে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পক্ষে ফারিন তৃষ্ণা নেন ৪টি উইকেট।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top