সিডনী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


অনুশীলনের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাইনি: সাকিব


প্রকাশিত:
২৪ মে ২০২৪ ১৪:৪৬

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ০৬:০৪

 

এক ম্যাচ আগেই সিরিজ হেরেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হার নিয়ে মাঠ ছেড়েছে নাজমুল হাসান শান্তর দল। সিরিজ শুরুর আগে অনুশীলনের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পাওয়ার অভিযোগ করেছেন সাকিব আল হাসান।
দ্বিতীয় ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে আসেন সাকিব। তিনি বলেন, ‘আসলে এটা যদি বিশ্বকাপের প্রস্তুতি ধরে থাকি তাহলে আমাদের ব্যাটিং-বোলিংয়ের আরও বেশি সেশন হওয়া দরকার ছিল। ফ্যাসিলিটি আরও বেশি থাকা দরকার ছিল। এগুলার কিছুই আমরা পাইনি। একদিন প্রপার নেট সেশন হয়েছে। যেখানে ব্যাটাররা পুরোপুরি সুযোগ পায়নি। এখানে দুই দিকেরই ব্যর্থতা আছে।’


টাইগার এই অলরাউন্ডার আরও বলেন, ‘এক দিন বৃষ্টির জন্য পারিনি। এখানে ৪টা মাঠ আছে। আমরা ৩টা পিচে ব্যাট করতে পেরেছি। এই জিনিসগুলা আরও বেটার হতে পারত।’

টি-টোয়েন্টিতে কোনো দলই ছোট নয় উল্লেখ করে সাকিব বলেন, ‘টি-টোয়েন্টিতে সব দলই সমান। আমি ওয়েস্ট ইন্ডিজ-এ দল ও নেপালের খেলা দেখেছি তারা ভালো খেলেছে। আয়ারল্যান্ড-স্কটল্যান্ড ভালো খেলছে। পাকিস্তানের মতো দল আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে।'


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top