সিডনী রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১


সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন পন্টিং


প্রকাশিত:
৮ জুলাই ২০২৪ ২০:১৬

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৩


বিশ্বকাপ ট্রফি জয়ের দিক থেকে সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক রিকি পন্টিং। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া একাধিকবার বিশ্বকাপ জিতেছে। জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফিও।

অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি ক্রিকেটার সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন। তার সেই একাদশে তারাই সুযোগ পেয়েছেন, যাদের সঙ্গে তার খেলার সুযোগ হয়েছে।

পন্টিংয়ের সর্বকালের সেরা একাদশে যারা আছেন-

জাস্টিন ল্যাঙ্গার: সর্বকালের সেরা একাদশে অস্ট্রেলিয়ান সাবেক তারকা ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গারকে রেখেছেন পন্টিং। ক্যারিয়ারের শুরুতে তিন নম্বরে ব্যাট করতেন এই বাঁহাতি। পরে তিনি ওপেনিংয়ে ব্যাট করেন। ওপেনার হিসেবে বহু বোলারের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন ল্যাঙ্গার।

ম্যাথু হেডেন: দলের দ্বিতীয় ওপেনার হিসেবেও সতীর্থকেই বেছে নিয়েছেন পন্টিং। ল্যাঙ্গার এবং ম্যাথু হেডেনের খেলার ধরন আলাদা হলেও দুই বাঁহাতি বোলারদের মনে ত্রাস সৃষ্টি করতেন।

জ্যাক ক্যালিস: দক্ষিণ আফ্রিকা তো বটেই, ক্যালিস বিশ্বেরও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। টেস্ট হোক বা ওয়ানডে, ব্যাট হোক বা বল, দলকে জেতাতে বারবার জ্বলে উঠেছেন ডানহাতি এই অলরাউন্ডার। পন্টিংয়ের দলে তিন নম্বরে নামবেন তিনি।

শচীন টেন্ডুলকার: পন্টিংয়ের দলে থাকা একমাত্র ভারতীয় হলেন শচীন টেন্ডুলকার। সর্বকালের সেরা এই ব্যাটসম্যানকে চার নম্বরে রেখেছেন পন্টিং। ব্যাটিংয়ের পাশাপাশি পার্টটাইম স্পিন বোলিংও ভালোই করেন শচীন।

ব্রায়ান লারা: শচীনের পরে পন্টিং দলে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বাঁহাতি ব্যাটসম্যান ব্রায়ান লারাকে। তিনি ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। তার নামের পাশে রয়েছে বহু রেকর্ড।

কুমার সাঙ্গাকারা: পন্টিংয়ের সর্বকালের সেরা একাদশের অধিনায়ক শ্রীলংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। ব্যাটিংয়ে ভরসা দেওয়ার পাশাপাশি দল পরিচালনাতেও দক্ষ লংকান এই বাঁহাতি উইকেটকিপার ব্যাটসম্যান।

অ্যাডাম গিলক্রিস্ট: পন্টিংয়ের দলের তৃতীয় অসি ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটসম্যান। তাকেই উইকেটের পেছনে দায়িত্ব দিয়েছেন সামলাবেন।

শেন ওয়ার্ন: দলের স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। টেস্ট বা ওয়ানডে, শেন ওয়ার্নের ঘূর্ণি বল খেলা খুবই কঠিন। তার বলে বিভ্রান্ত হয়েছেন বিশ্বের কিংবদন্তি ব্যাটসম্যানরাও। অবশ্য শেন ওয়ার্ন এখন প্রয়াত। ২০২২ সালের মার্চে ৫২ বছর বয়সে মারা যান।

ওয়াসিম আকরাম: পন্টিংয়ের দলে থাকা একমাত্র পাকিস্তানি ক্রিকেটার হলেন ওয়াসিম আকরাম। বাঁহাতি পেস বোলিংয়ের পাশাপাশি লোয়ার-মিডল অর্ডারে ব্যাট হাতেও সাবলীল আকরাম।

কার্টলি অ্যামব্রোস: দলে দুইজন ডানহাতি পেসারকে রেখেছেন রিকি পন্টিং। তাদের মধ্যে একজন ওয়েস্ট ইন্ডিজের কার্টলি অ্যামব্রোস। নতুন বলে বিধ্বংসী ছিলেন এই ক্যারিবীয় পেসার।

গ্লেন ম্যাকগ্রা: সর্বকালের সেরা একাদশে সতীর্থ গ্লেন ম্যাকগ্রাকে রেখেছেন রিকি পন্টিং। তিনি এই দলের পঞ্চম অসি ক্রিকেটার।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top