অতিরিক্ত সময়ে গোলে খেয়ে বাংলাদেশের হার


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৪ ০৪:৫৪

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১১:৫০

সাফ অনূর্ধ্ব-১৭

 

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে হার দিয়ে শুরু হলো বাংলাদেশের। নির্ধারিত সময়ে ভারতের বিপক্ষে ম্যাচ সমতায় থাকলেও যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল হজম করে বসে বাংলাদেশের কিশোররা। আর তাতেই ০-১ গোলের হার সঙ্গী হয় তাদের।

অথচ ম্যাচের বেশিরভাগ সময় ভারতের সঙ্গে পাল্লা দিয়েই খেলছিল বাংলাদেশ। আক্রমণ-পাল্টা আক্রমণ, গোলের সুযোগ সবই তৈরি করেছে শুধু গোল ছাড়া। ভারতও গোল আদায় করতে পারেনি। তাতে ম্যাচ ড্রয়ের দিকেই যাচ্ছে বলে ধরে নিয়েছিলেন সংশ্লিষ্টরা।

তবে যোগ করা সময়ে ভারতের সুমিত শর্মা বাংলাদেশি ডিফেন্ডারদের মাঝে লাফিয়ে উঠে হেড করে ম্যাচে পার্থক্য গড়ে দেন।

পিছিয়ে পড়ার পরও হাতে থাকা তিন মিনিট সময়ের মধ্যে গোলের দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশও। কিন্তু কাউন্টার অ্যাটাকে গোলরক্ষককে একা পেয়েও বাংলাদেশের ফরোয়ার্ড ঠিকমতো হেড নিতে পারেননি। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই উত্তেজনা। অ-১৭ পর্যায়ের এই ম্যাচেও সেই আঁচ ছিল। ভুটানি রেফারি দ্বিতীয়ার্ধে ভারতের কোচিং স্টাফের একজনকে হলুদ কার্ড দেখান। বাংলাদেশি টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু জুনিয়র দলের কোচ হিসেবে অভিষেক ম্যাচে হারলেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top