আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যাচ্ছেন মাহমুদউল্লাহ
প্রকাশিত:
৯ অক্টোবর ২০২৪ ১২:৫৩
আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৯
মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ারের শেষ দেখা যাচ্ছিল ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই। বাজে ফর্ম ও ফিটনেস ইস্যুতে দল থেকে বাদ পড়ার পর আবার জাতীয় দলে ফিরবেন- এমনটা খুব কম মানুষই ভাবতে পেরেছিল। কিন্তু অদম্য ইচ্ছা ও পরিশ্রমে নিজেকে বদলে আন্তর্জাতিক ক্রিকেটে তার ফিরে আসার গল্পটা টাইগার ক্রিকেটের রূপকথা। কিন্তু বয়সকে কী আর চাইলেই হার মানানো যায়! রিয়াদও পারলেন না। এবার থামতে হচ্ছে তাকে।
টেস্ট ক্রিকেটকে ২০২১ সালের জুলাইয়ে বিদায় জানিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে তার সেই অবসরের ঘোষণা ছিল নাটকীয়। সেঞ্চুরি হাঁকানোর পর অবসরের ঘোষণা দিয়ে অবাক করে দিয়েছিলেন সবাইকে। তবে এবার কোনো নাটকীয়তা নয়। অনেকটা অনুমিতভাবেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন তিনি।
দিল্লিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগের দিন ৮ অক্টোবর, মঙ্গলবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। জানিয়ে দেবেন, ভারতের বিপক্ষে সিরিজটি তার ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি সিরিজ। অর্থ্যাৎ আগামী ১২ অক্টোবর হায়দরাবাদে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলবেন রিয়াদ।
সূত্র অনুযায়ী, ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে অবসরের সিদ্ধান্ত রিয়াদ আরও আগেই নিয়েছেন। এ ব্যাপারে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবির শীর্ষ পর্যায়েও জানিয়েছেন। বিসিবিও এই তারকার মাঠ থেকে বিদায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
তবে ওয়ানডে ক্রিকেট থেকে এখনোই অবসরের ঘোষণা দিচ্ছেন না রিয়াদ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দেবেন বাংলাদেশ ক্রিকেটে সাইলেন্ট কিলার নামে পরিচিত এই তারকা।
২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক মাহমুদউল্লাহ রিয়াদের। সেই থেকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তাতে ১১৭.৭৪ স্ট্রাইক রেট এবং ২৩.৪৮ গড়ে ২,৩৯৫ রান করেছেন তিনি। বল হাতে শিকার করেছেন ৪০ উইকেট।
২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর মধ্যে ১৬টি ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন, হার ২৬ ম্যাচে। তার নেতৃত্বেই ২০২১ সালে আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় টাইগাররা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: