ইতিহাস গড়ে হারল পাকিস্তান
প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৪ ১৫:২১
আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ১৫:১৮
২৬৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। মুলতানে সিরিজের প্রথম টেস্টে চতুর্থ দিনেই ১৫১ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কায় পড়ে তারা। শেষ দিন দেখার ছিল কতক্ষণ টেকে স্বাগতিকদের প্রতিরোধ। দেখা গেলো সকালের সেশনেই ২২০ রানে শেষ হয়েছে পাকিস্তানের ইনিস। ইংল্যান্ড জিতেছে এক ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে। এই পরাজয়ে টেস্টে পাকিস্তান প্রথম দল হিসেবে প্রথম ইনিংসে ৫০০ রানের পরও ইনিংস ব্যবধানে পরাজয়ের ইতিহাস তৈরি করেছে।
৬ উইকেট হারানোর পর সালমান আগা ও আমের জামাল সপ্তম উইকেটে মিলে ১০৯ রানের জুটি গড়েছিলেন। এই লড়াইও যথেষ্ট ছিল না। জ্যাক লিচের তিন উইকেট শিকারে স্বাগতিকদের ইনিংস ২২০ রানে থেমেছে। আবরার আহমেদ অসুস্থ থাকায় শেষ উইকেটে খেলতে নামতে পারেননি।
সালমান (৬৩) কে লেগ বিফোরে আউট করে জুটি ভাঙেন লিচ। তার পর একই ওভারে বিদায় দেন শাহীন আফ্রিদি (১০) ও নাসিম শাহর (৬) উইকেট। অপরপ্রান্তে ৫৫ রানে অপরাজিত থাকেন আমের জামাল।
স্বাগতিকরা প্রথম ইনিংসে ৫৫৬ রানে গুটিয়ে যাওয়ার পরই জয়ের মঞ্চ গড়ে ইংল্যান্ড। রুট-ব্রুকের রেকর্ড জুটিতে ৭ উইকেটে ৮২৩ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে তারা। যা ছিল ১৯৩৮ সালের পর তাদের সর্বোচ্চ। ৩৪ বছরে ইংল্যান্ডের হয়ে প্রথম ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েছেন হ্যারি ব্রুক (৩১৭)। ম্যাচসেরাও তিনি। রুটের সঙ্গে মিলে ৪৫৪ রানের জুটি গড়েন দুজন। রুট করেন ২৬২।
দ্বিতীয় ইনিংসে ৩০ রানে ৪ উইকেট নিয়েছেন বামহাতি স্পিনার লিচ। দুটি করে নিয়েছেন গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স। একটি নিয়েছেন ক্রিস ওকস।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ৫৫৬ (শফিক ১০২, মাসুদ ১৫১, শাকিল ৮২, সালমান ১০৪*; লিচ ৩/১৬০, কার্স ২/ ৭৪, অ্যাটকিনসন ২/৯৯) ও ২২০ (সালমান ৬৩,আমের ৫৫*; লিচ ৪/৩০)
ইংল্যান্ড ৮২৩/৭ ডি. (ক্রলি ৭৮, রুট ২৬২, ব্রুক ৩১৭; সাইম ২/১০১, নাসিম ২/১৫৭)
ফল: ইংল্যান্ড এক ইনিংস ও ৪৭ রানে জয়ী।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: