ভারতের সিদ্ধান্ত নিয়ে আইসিসির দ্বারস্থ হচ্ছে পিসিবি
প্রকাশিত:
১১ নভেম্বর ২০২৪ ১৮:০৭
আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৪১
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণ না করার বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পিসিবি কর্মকর্তারা পাকিস্তান সরকারের নির্দেশে আইনি পরামর্শ সম্পন্ন করেছেন। সরকারের পক্ষ থেকে পিসিবিকে ভারতের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছে। যেটি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অংশগ্রহণে অস্বীকৃতি সম্পর্কে আইসিসির কাছ থেকে ব্যাখ্যা চাইতে ব্যবহৃত হবে।
পাকিস্তানের সরকারি কর্মকর্তারা পিসিবিকে এই বিষয়ে অন্যান্য বোর্ডকে জড়িত করার নির্দেশ দিয়েছেন। তারা জোর দিয়ে বলেছেন যে পাকিস্তান সবসময় ইতিবাচক মনোভাব এবং আচরণ বজায় রেখেছে। সরকারের মতে, পাকিস্তানে খেলা এড়াতে ভারতের কোনো নৈতিক বা আইনি ভিত্তি নেই।
ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্তটি জানিয়েছে আইসিসিকে ই-মেইল পাঠিয়ে।
পরে আইসিসি জানিয়েছে পিসিবিকে। এখন আইসিসিকে ই-মেইল পাঠিয়ে ভারতের অংশগ্রহণ না করার বিষয়ে জানতে চাইবে পিসিবি। কারণ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মূল কর্তৃপক্ষ।
ভারত যদি তাদের সিদ্ধান্তে অটল থাকে তাহলে পাকিস্তান সম্ভাব্য অন্য ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। এর মধ্যে আছে ভারতকে ছাড়া টুর্নামেন্ট আয়োজন। এমনকি ভবিষ্যতে ভারতের সঙ্গে যেকোনো মঞ্চে ক্রিকেট ম্যাচ না খেলার অবস্থান নিতে যাচ্ছে পাকিস্তান।
ভারতকে ছাড়া টুর্নামেন্ট আয়োজন করলে কিংবা ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনো টুর্নামেন্টে মুখোমুখি না হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে পাকিস্তান।
তবে পিসিবির কর্মকর্তারা মনে করছেন, ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করলে ক্ষতি শুধু পাকিস্তানেরই হবে না, ভারতেরও হবে। কারণ ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানও মূখ্য ভূমিকা রাখে।
ম্যাচের প্রেক্ষাপটে উভয় দেশের সমান তাৎপর্য।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: