সিডনী বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১


কনস্টাস চমকের পর চার ফিফটিতে অস্ট্রেলিয়ার তিনশ পার


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৮

আপডেট:
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০২

ফাইল ছবি

মেলবোর্ন টেস্টে অভিষেকে চমক দেখালেন অস্ট্রেলিয়ার ১৯ বছর বয়সী ওপেনার স্যাম কনস্টাস। তিনি অস্ট্রেলিয়ার ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ ওপেনার। অভিষেকে ৬৫ বলে ৬০ রান করে সাজঘরে ফিরে গেলেও এরই মধ্যে অনেক রেকর্ড আর কীর্তির সঙ্গে নিজের নামটি লিখিয়েছেন। আজ বৃহস্পতিবার কনস্টাসের কীর্তিময় দিনে চার ফিফটিতে ভর করে ৬ উইকেটে ৩১১ রান তুলে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া।

টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে এক নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ স্ট্রাইক রেটে (৯২.৩০) রান করেছেন কনস্টাস। ২০১৮ সালে রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে প্রথম ব্যাট করতে নেমে ১৫৪ বলে ১৩৪ রানের ইনিংসে পৃথ্বী শ ৮৭.০১ স্ট্রাইক রেটে রান করেছিলেন। আজ তাকে পেছনে ফেললেন কনস্টাস।

ভারতীয় পেস তারকা জশপ্রীত বুমরার প্রথম ১৮ বল থেকে মাত্র ২ রান নিলেও পরে এই বোলারের ওপর চড়াও হন কনস্টাস। সপ্তম ওভারে বুমরার ৬ বল থেকে নেন ১৮ রান। ক্যারিয়ারে এক ওভারে এর চেয়ে বেশি রান আর কখনই দেননি বুমরা। টেস্টে এক ওভারে তার আগের সর্বোচ্চ খরচ ছিল ১৬ রান। সেই সঙ্গে ৪৪৮৩ বল পর তিনি টেস্টে ছক্কা হজম করেছেন এই কনস্টাসের হাতে।

ইনিংসের ২০তম ওভারের প্রথম বলে কনস্টাসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজা। এরপর উসমান খাজা ও মারনাস লাবুশেন ৬৫ রানের জুটি গড়ে দলের সংগ্রহ দেড়শ পার করান। খাজা ১২১ বলে ৫৭ রান করে বুমারর বলে লোকেশ রাহুলকে ক্যাচ দেন। এরপর স্টিভ স্মিথ ও লাবুশেনের ৮৩ রানের জমাট জুটি। দলের রান ২৩৭ রানের সময় ওয়াশিংটন সুন্দর ফেরান লাবুশেনকে। ১৪৫ বলে ৭২ রান করেন লাবুশেন।

বুমরার জোড়া আঘাতে এরপর দ্রুতই ট্রাভিস হেড আর মিচেল মার্শকে হারায় অস্ট্রেলিয়া। পঞ্চম উইকেট পতনের পর অ্যালেক্স ক্যারিকে নিয়ে দলকে টানেন স্মিথ। দলীয় সংগ্রহ যখন তিন ছুঁইছুঁই তখন সাজঘরে ফিরে যান ক্যারি। আকাশ দীপের বলে উইকেটকিপারকে ক্যাচ দেন তিনি। ৪১ বলে ৩১ রান করেন ক্যারি।

স্মিথ ১১১ বলে ৬৮ ও কামিন্স ১৭ বলে ৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। বুমরা ৭৫ রানে ৩টি উইকেট নিয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top