সিডনী বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১


নীতীশ-সুন্দরের ব্যাটে ফলো–অন এড়াল ভারত


প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৪ ১২:০৫

আপডেট:
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩০

সংগৃহীত

বিশেষজ্ঞ ব্যাটসম্যানেরা ব্যর্থ হওয়ার পর ভারতকে চোখরাঙানি দিচ্ছিল ফলো অন। তবে দুই অলরাউন্ডার নীতীশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের দৃঢ়তায় মেলবোর্নে বিপদ কাটিয়ে উঠেছে ভারত।

তৃতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত ভারতের প্রথম ইনিংসের রান ৭ উইকেটে ৩২৬। অবশ্য অস্ট্রেলিয়া এখনো ১৪৮ রানে এগিয়ে। ৫ উইকেটে ১৬৪ রান নিয়ে দিন শুরু করা ভারত আজ সকালের প্রথম সেশনেই হারিয়েছে ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজাকে। পন্ত ৩৭ বলে ২৮ রান করে ফেরেন স্কট বোল্যান্ডের বলে। এর পর জাদেজাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন নাথান লায়ন। জাদেজার আউটের সময় ভারতের রান ছিল ২২১, ফলো অন এড়াতে দরকার তখনো ৫৩ রান। এখানেই থেকে প্রতিরোধ গড়েন নীতীশ ও সুন্দর।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে আগেভাগেই দিনের দ্বিতীয় সেশনের বিরতি দেওয়া হয়েছে। এই সেশনের ২৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮২ রান যোগ করেছে ভারত।

লাঞ্চ বিরতির আগে জুটিবদ্ধ হওয়া নীতীশ ও সুন্দর এখন পর্যন্ত অবিচ্ছিন্ন ১০৫ রান তুলে। টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নীতীশ ব্যাট করছেন ১১৯ বলে ৮৫ রানে, সঙ্গে সুন্দর ১১৫ বলে ৪০ রানে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top