সিডনী বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১


এমবাপ্পের জন্য ভিনিকেও বিক্রি করে দিতে পারেন পেরেজ!


প্রকাশিত:
৩১ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৭

আপডেট:
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৯

ফাইল ছবি

রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ কিলিয়ান এমবাপ্পেকে এতটাই পছন্দ করেন যে, ঠিক দাম পেলে ভিনিসিয়াস জুনিয়রকেও বিক্রি করে দিতে পারেন। এমনটাই দাবি সাবেক রিয়াল স্কাউট মানোলো রোমেরোর।

গ্রীষ্মকালীন দলবদলে পিএসজির সঙ্গে চুক্তি শেষ করে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেন। তবে ২৬ বছর বয়সী এই ফরাসি তারকাকে নিয়ে তখন প্রশ্ন উঠেছিল, কারণ ভিনিসিয়াস ও রদ্রিগোর সমন্বয়ে রিয়ালের আক্রমণভাগ তখন বিশ্বসেরা বলেই বিবেচিত হচ্ছিল।

তবে সান্তিয়াগো বার্নাব্যুতে এসে এমবাপ্পে তার সেরা ফর্মটা নিয়মিত দেখাতে পারেননি। রিয়ালের আক্রমণভাগে ভিনির পছন্দের বাম দিকের জায়গা ধরে রাখা এবং এমবাপ্পেকে মাঝখানে খেলানোর কারণে দলের মধ্যে ভারসাম্যের সংকট দেখা যায়।

স্প্যানিশ গণমাধ্যম স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক স্কাউট রোমেরো বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম ভিনিসিয়াস রিয়াল ছেড়ে যাবে। যদি ৩০০ মিলিয়ন ইউরোর বেশি প্রস্তাব আসে, আমি নিশ্চিত ফ্লোরেন্তিনো তাকে বিক্রি করবেন, এমনকি নিজেই গাড়ি চালিয়ে তাকে এয়ারপোর্টে পৌঁছে দেবেন। ৩০০ মিলিয়ন ইউরো অনেক বড় অঙ্ক। তবে ফ্লোরেন্তিনোর ‘ডার্লিং’ যে এমবাপ্পে, তা স্পষ্ট। সাত বছর ধরে তিনি এমবাপ্পের পেছনে ছুটছেন।’

ভিনির ভবিষ্যৎ কী? ব্রাজিলিয়ান এই তারকাকে নিয়ে সৌদি প্রো লিগে যাওয়ার গুঞ্জন শোনা গেলেও আপাতত ইউরোপেই থাকার সম্ভাবনা বেশি। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা অবস্থায় তিনি ইউরোপ ছাড়বেন, এমনটা অস্বাভাবিকই মনে হচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top