সিডনী বুধবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৫, ৩০শে মাঘ ১৪৩১


নিজ দলের ব্যাটারদের প্রশ্নবিদ্ধ করলেন জয়সুরিয়া


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৯

আপডেট:
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৩২

ফাইল ছবি

গল শ্রীলঙ্কার কাছে দুর্গ বলেই পরিচিত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি তাঁরা। উল্টো কপালে জুটেছে ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের রেকর্ড। এমন হারের পেছনে ব্যাটারদের বড় দায় দেখছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। শুধু তা-ই নয়, কাঠগড়ায় তুলেছেন দলের অভিজ্ঞদেরও।

চার দিনে শেষ হওয়া ম্যাচে শুরুতে উসমান খাজার ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৬৫৪ রানের সংগ্রহ দাঁড় করায় অজিরা। জবাবে দুবার ব্যাটিং করেও লঙ্কানরা হেরে ইনিংস ও ২৪২ রানের ব্যবধানে। দিনেশ চান্দিমাল ছাড়া আর কোনো ব্যাটারই প্রথম ইনিংসে ৫০ বলের বেশি খেলতে পারেননি। তাই বড় ইনিংস খেলতে না পারার ব্যর্থতাই মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জয়াসুরিয়ার জন্য।

তিনি বলেন, ‘শট নির্বাচনের পাশাপাশি পরিস্থিতি সামলানোর ক্ষেত্রেও গুরুতর সমস্যা রয়েছে। আমার মনে হয় না, নির্দিষ্ট কয়েকজন খেলোয়াড় পরিস্থিতি ভালোভাবে সামলাতে পেরেছে। তারা অভিজ্ঞ খেলোয়াড় এবং তাদের আরও পরিণত হতে হবে। এই খেলোয়াড়েরা অনেক ক্রিকেট খেলেছে এবং তাদের জানা উচিত কীভাবে খেলতে হয়।’

ব্যাটারদের এমন করুণ পরিস্থিতির পেছনে উইকেটের কোনো দায় দেখছেন না জয়াসুরিয়া। তিনি বলেন, ‘আমরা উইকেটকে দুষতে পারব না। কারণ উইকেটের আচরণ কেমন, আমরা সবাই দেখেছি। উইকেট খুবই ভালো ছিল। গলে অনেক দিন ধরে এত ভালো উইকেট দেখিনি, বিশেষ করে তৃতীয় ও চতুর্থ দিনে।’

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে, একই ভেন্যু গলে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top