বিপিএলে টুর্নামেন্টের সেরা মিরাজ
প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০১
আপডেট:
১২ মার্চ ২০২৫ ১০:৩২

দলের প্রয়োজনে ওপেনিং কিংবা লোয়ার অর্ডার- সবখানেই ব্যাটিং করেছেন মেহেদি হাসান মিরাজ। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও বড় ভূমিকা রেখেছেন। দারুণ পারফরম্যান্সে দলকে ফাইনালে তুলতে না পারলেও ফাইনাল শেষে জানা গেল তিনি হলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। ব্যাট হাতে ৩৫৫ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৩ উইকেট। তাতে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন মেহেদি হাসান মিরাজ।
বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে ১৪ ম্যাচে ১৩২ স্ট্রাইকরেট আর ২৭ গড়ে মিরাজের ব্যাটে আসে ৩৫৫ রান। দলের প্রয়োজনে ওপেনিং কিংবা মিডল অর্ডারে খেলেছেন তিনি। সঙ্গে দারুণ অধিনায়কত্বে দলকে টেনে তুলেছেন প্লে অফ পর্যন্ত। দলকে ফাইনালে তুলতে না পারলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। শুধু ব্যাটিং নয় বোলিংয়েও ছিলেন দারুণ। তার শিকার ছিল ১৩ উইকেট। এতেই ম্যাচসেরা পুরস্কার নিজের করে নিয়েছেন মেহেদি হাসান মিরাজ।
তার সঙ্গে এই পুরস্কার নেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন খুশদিল শাহ, নাঈম শেখ, তানজিদ তামিমরা। তবে খুশদিল শাহ লিগপর্বের পর আর মাঠে নামতে পারেননি রংপুর রাইডার্সের জার্সিতে। তানজিদ তামিমের দল পার করতে পারেনি লিগপর্বের বাধা। নাঈম শেখ টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও তেমন কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেননি। তাতেই টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে মেহেদি হাসান মিরাজের হাতে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: