জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ চূড়ান্ত
প্রকাশিত:
৮ আগস্ট ২০১৯ ২৩:৫৬
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:২৯

প্রভাত ফেরী ডেস্ক: ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে,আফগানিস্তান চূড়ান্ত ছিল আগে থেকেই। কিন্তু ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও ‘আইসিসির নিষেধাজ্ঞার’কারণে জিম্বাবুয়ের আসা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। বিসিবি থেকে অবশ্য বলা হচ্ছিল জিম্বাবুয়ের খেলতে সমস্যা নেই। অবশেষে সব অনিশ্চয়তা কেটে গেছে। জিম্বাবুয়েকে নিয়েই বাংলাদেশে হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। জিম্বাবুয়ের ক্রিকেট থেকে ‘হ্যা’র অপেক্ষায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্টও খেলবে বাংলাদেশ।
সূচি অনুযায়ী আফগানরা ৩০ আগস্ট বাংলাদেশে পা রাখবে। একদিন বিরতি দিয়ে ১ সেপ্টেম্বর চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে সফরকারীরা দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে। এরপর ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচে নামবে আফগানরা।
তিন দেশের লড়াই হবে দুই ভেন্যুতে। প্রত্যেক দল প্রত্যেকের সঙ্গে দুইবার মুখোমুখি হয়ে নিশ্চিত করবে ফাইনাল। ১৩ সেপ্টেম্বর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে লড়াই। পরের দিন একই ভেন্যুতে খেলবে আফগানিস্তান-জিম্বাবুয়ে। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে লড়বে আফগানিস্তানের বিপক্ষে।
ঢাকার প্রথম পর্ব শেষে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ-জিম্বাবুয়ে আবার মুখোমুখি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একদিন বিরতি দিয়ে ২০ সেপ্টেম্বর একই ভেন্যুতে লড়বে আফগানিস্তান-জিম্বাবুয়ে। ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। এরপর ২৪ সেপ্টেম্বর ঢাকার ফাইনাল দিয়ে শেষ হবে ত্রিদেশীয় সিরিজের লড়াই।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে শুধু বিমান ও খেলোয়াড়দের ম্যাচ ফি দিতে হবে। বাংলাদেশে পা দেয়ার বাকী সবকিছুর অর্থ বহন করবে বিসিবি। এমনটাই জানান বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, যেটা রীতি সে অনুযায়ী জিম্বাবুয়ে আসবে। বিমান ভাড়া ও খেলোয়াড়দের ম্যাচ ফি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডই দেখবে। বিসিবি দেখবে হোটেল, স্থানীয় যাতায়াত, নিরাপত্তার বিষয়টি স্বাগতিক বোর্ডই দেখে থাকে।’
একমাত্র টেস্ট:
৫-৯ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান, চট্টগ্রাম
ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ:
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ-জিম্বাবুয়ে, ঢাকা
১৪ সেপ্টেম্বর: আফগানিস্তান-জিম্বাবুয়ে, ঢাকা
১৫ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান, ঢাকা
১৮ সেপ্টেম্বর: বাংলাদেশ জিম্বাবুয়ে, চট্টগ্রাম
২০ সেপ্টেম্বর: আফগানিস্তান-জিম্বাবুয়ে, চট্টগ্রাম
২১ সেপ্টেম্বর: বাংলাদেশ-আফগানিস্তান, চট্টগ্রাম
২৪ সেপ্টেম্বর: ফাইনাল, ঢাকা
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: