সিডনী শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

করোনা পরিস্থিতিতে ক্যারিয়ার প্রস্তুতি গ্রহণের চারটি কার্যকরী টিপস


প্রকাশিত:
৮ মে ২০২০ ১৫:২০

আপডেট:
৮ মে ২০২০ ১৫:২৬

ফাইল ছবি

 

বর্তমান অর্থনৈতিক অবস্থার কারণে অনেকেই ক্যারিয়ার নিয়ে আতঙ্কিত হয়ে হাল ছেড়ে দিয়েছেন।  বিভিন্ন খাতে কাজের সুযোগ নিয়ে অনিশ্চয়তা থাকলেও লকডাউনের এ সময়টি ক্যারিয়ার প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে লুফে নেয়ার মতো সময়। চারটি পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই আপনি এ সময় একটি কার্যকরী ক্যারিয়ার প্রস্তুতি গ্রহণ করতে পারবেন।

এক. মানসিকভাবে স্থির থাকুন এবং নিজের শরীরের যত্ন নিন। এ সময়কে কাজে লাজে লাগিয়ে নিজেকে দক্ষ ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলুন। 

দুই. আপনার সিভি ও পোর্টফোলিওটি আপডেট করুন। পুরানো নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে দায়িত্ব আর যোগ্যতা সম্পর্কে জেনে নিতে পারেন। এ তথ্যগুলো সিভি আপডেটের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। 

তিন. হতাশ না হয়ে নিয়মিত চাকরী সংক্রান্ত খোঁজ-খবর রাখুন। প্রফেশনাল নেটওয়ার্কিং বৃদ্ধি করুন। এক্ষেত্রে সবচেয়ে ভালো জায়গা হলো লিংকডইন। 

চার. আপনার ক্যারিয়ার গঠনের জন্য বিশেষ কোনো প্রশিক্ষণ বা স্কিলের দরকার হলে, রপ্ত করতে চেষ্টা করুন। নতুন কিছু শিখুন এবং স্কিল ডেভলপমেন্টে গুরুত্ব দিন। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top