সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১

প্রাথমিকের উপবৃত্তির টাকা ২৫ জুনের মধ্যে না তুললে সরকারি কোষাগারে ফেরত যাবে


প্রকাশিত:
২০ জুন ২০২০ ০১:৫৩

আপডেট:
২০ জুন ২০২০ ০২:২১

 

প্রভাত ফেরী: মোবাইলে উপবৃত্তির অর্থ পাওয়ার পরও প্রাথমিকের যে সব শিক্ষার্থী-অভিভাবক সেই টাকা উত্তোলন করেননি তাদের আগামী ২৫ জুনের মধ্যে তুলতে বলা হয়েছে। তা নাহলে এসব টাকা সরকারি কোষাগারে ফেরত নেয়া হবে। সেই টাকা আর কেউ দাবি করতে পারবেন না।

মঙ্গলবার (১৭ জুন) প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান-তৃতীয় পর্যায় শীর্ষক প্রকল্প থেকে দেশের সব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে টাকা তোলেনি এসব অভিভাবককে জানাতে বলা হয়েছে। প্রকল্প পরিচালক মো. ইউসুফ আলী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছরে যেসব প্রাথমিক শিক্ষার্থীর অভিভাবকদের মোবাইল অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা পাঠানো হলেও কিছু অ্যাকাউন্টের টাকা তোলা হয়নি। শিক্ষার্থী-অভিভাবকের মোবাইল অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা পাঠানো হলেও দীর্ঘদিন কিছু অভিভাবকের মোবাইল অ্যাকাউন্টে বিভিন্ন কিস্তিতে উপবৃত্তির টাকা অলসভাবে ফেলে রাখা হয়েছে। অর্থাৎ এসব অ্যাকাউন্ট থেকে কোনো টাকা তোলা হচ্ছে না। এতে অ্যাকাউন্টগুলোর প্রকৃত সুবিধাভোগী অভিভাবক নয় বলে বোঝা যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top