সিডনী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১

ক্রাইস্টচার্চ হামলায় নিহত হামজা মুস্তাফার নামে বৃত্তি চালু করলো মেসি ইউনিভার্সিটি : মু: মাহবুবুর রহমান


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২১ ২১:৩৫

আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ০৬:০৫

ছবিঃ হামযা মুস্তফা পরিবার স্ক্লারশীপ পাওয়ার পর



নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে ২০১৯ সালের ১৫ই মার্চ শ্বেতাঙ্গ সন্ত্রাসীর হামলায় নিহত ৫১ জন মুসলিমের মধ্যে একই পরিবারের বাবা ও ছেলে নিহত হয়েছিলেন। তারা হলেন নিউজিল্যান্ডে বসবাসকারী সিরীয় অভিবাসী খালেদ মুস্তাফা (৪৪) ও তার ছেলে হামজা মুস্তাফা (১৬)।

জর্ডানের শরণার্থী শিবিরে (Refugee camp) ছয় বছর অবস্থানের পর হামজার পরিবার শরণার্থী কোটায় (Refugee quota) নিউজিল্যান্ডে বসবাসের অনুমতি পেয়েছিলো। কিন্তু ক্রাইস্টচার্চ হামলায় হামজা ও তাঁর বাবা নিহত হন এবং হামজার ভাই আহত হয়। দুই ভাই বাবার সঙ্গে সেদিন জুম্মার নামাজ আদায় করতে ক্রাইস্টচার্চের মসজিদে সমবেত হয়েছিলেন। মসজিদে গিয়েছিলেন তিনজন কিন্তু ফিরে এসেছিলেন একজন তাও আবার আহত অবস্থায়।

ঘোড়ায় চড়া ছিল হামজার শখ আর ছোট সময় থেকেই তাঁর ইচ্ছা ছিল পশু চিকিৎসা বিজ্ঞানে (Veterinary Science) পড়াশুনা করার। কিন্তু ক্রাইস্টচার্চ হামলায় তাঁর সেই ইচ্ছার অপমৃত্যু ঘটে। তবে হামজার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে মেসি ইউনিভার্সিটির পশু চিকিৎসা বিজ্ঞান বিভাগ (School of Veterinary Science of Massey University) হামজা মুস্তাফা স্মৃতি বৃত্তি (Hamza Mustafa Memorial Bursary) নামে একটি বৃত্তি চালু করলো। আর এ বছর থেকে সে বৃত্তি প্রদান শুরু হয়েছে।

গত ১১ই আগস্ট হামজা মুস্তফার মা সালওয়া মুস্তফা (Salwa Mustafa) এবছরের বৃত্তিপ্রাপ্ত ওয়াইটা জেডসের (Waiata Geddes) হাতে নিজের ছেলের নামে চালু হওয়া বৃত্তি তুলে দেন। ওয়াইটা জেডস বর্তমানে মেসি ইউনিভার্সিটির মানাউতু ক্যাম্পাসে (Massey University, Manawatu Campus) পশু চিকিৎসা বিজ্ঞানে (Veterinary Science) পড়াশুনা করছেন। এ বছর থেকে চালু হওয়া হামজা মুস্তাফা স্মৃতি বৃত্তির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হামজা মুস্তফার মা, বোন ও ভাই ক্রাইস্টচার্চ থেকে পামারস্টোন নর্থ মেসি ক্যাম্পাসে উপস্থিত হয়েছিলেন। কান্নাভেজা ছোট একটি অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো হামজা মুস্তাফা স্মৃতি বৃত্তির কার্যক্রম।

এ বৃত্তি কার্যক্রমে জড়িত মেসি ইউনিভার্সিটির পশু চিকিৎসা বিজ্ঞান বিভাগের প্রতিনিধি কেট হিল (Kate Hill) ও এলোইস জিলিঙস (Eloise Jillings) বলেন, ক্রাইস্টচার্চ হামলায় নিহত হামজা মুস্তাফার স্মৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যেই চালু করা হয়েছে বিশেষ এ বৃত্তি। প্রতিবছর পশু চিকিৎসা বিজ্ঞানে (Veterinary Science) অধ্যয়ণরত একজন শিক্ষার্থীকে প্রদান করা হবে হামজা মুস্তাফা স্মৃতি বৃত্তি। এ বৃত্তির মাধ্যমে হামজা মুস্তাফা বেঁচে থাকবে সবার মাঝে আর পরবর্তী নতুন প্রজন্ম জানতে পারবে ক্রাইস্টচার্চের ন্যাক্কারজনক হামলা সম্পর্কে যা থেকে শিক্ষা নিয়ে তারা নিজেদেরকে পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে, এমনটাই প্রত্যাশা সবার।



মু: মাহবুবুর রহমান
নিউজিল্যান্ডের মেসি ইউনিভার্সিটির পিএইচডি গবেষক

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top