সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

মহাকাশে নজরদারি চালাতে ভারতের নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ


প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০১৯ ০৯:৪৫

আপডেট:
১২ ডিসেম্বর ২০১৯ ২২:৩০

ছবি: ইসরোর সৌজন্য

প্রভাত ফেরী ডেস্ক: ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-আইএসআরও একটি নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে গত বুধবার (১১ ডিসেম্বর)। অন্ধ্র প্রদেশের মহাকাশবন্দর থেকে পিএলএসভি-সি৪৮ রকেটের মাধ্যমে আরআইএসএটি-২বিআর১ নামের এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। একই রকেটে আরও নয়টি বাণিজ্যিক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের ৬টি ও ইসরাইল, ইতালি ও জাপানের একটি করে স্যাটেলাইট বহন করে এই রকেট।

ইসরো চেয়ারম্যান কে সিভান এই মিশনকে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, ‘এই স্যাটেলাইট মহাকাশ থেকে পৃথিবীতে নজরদারির ক্ষেত্রে অত্যন্ত উচ্চক্ষমতাসম্পন্ন। প্রযুক্তিগত দিক থেকেও অনেকটা এগিয়ে’। স্যাটেলাইটি মূলত ভারত-পাকিস্তান সীমান্তে সেনা ক্যাম্প ও নিয়ন্ত্রণরেখায় নজরদারি চালাবে। সীমান্তে অনুপ্রবেশ দেখলেই সতর্ক করবে এ স্যাটেলাইট।

মহাকাশ থেকে প্রয়োজনীয় ছবি তোলার কাজ করবে এ স্যাটেলাইট।  ৬২৮ কেজি ওজনের এই স্যাটেলাইটটি মূলত দেশটির প্রতিরক্ষা ক্ষেত্রে কাজ করবে। তবে প্রতিরক্ষার পাশাপাশি কৃষি, বন ও দুর্যোগ ব্যবস্থাপনায়ও এসব চিত্র কাজে লাগানো হবে।

বুধবার আইএসআরও জানায়, উৎক্ষেপণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিটি স্যাটেলাইট তাদের নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে।

এই স্যাটেলাইটটিকে বলা হচ্ছে মহাকাশ থেকে নজরদারির ক্ষেত্রে ভারতের এ পর্যন্ত সবচেয়ে সক্ষম স্যাটেলাইট।  স্যাটেলাইটটির মিশন লাইফ পাঁচ বছর।

ভারতের মহাকাশ সূত্রে জানা যায়, এটি ২৪ ঘণ্টাই মহাকাশ থেকে পৃথিবীর ছবি তুলে পাঠাতে সক্ষম। এমকি মেঘলা আবহাওয়াতেও এই উপগ্রহ পরিষ্কার ছবি পাঠাতে পারবে। পাঁচ বছরের মধ্যে এটি সেনাবাহিনীর কাজেও লাগবে বলে আশা করছেন ইসরো কর্মকর্তারা। এই উপগ্রহ তার দেশের জন্য খুবই ফলপ্রসূ হবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top