সিডনী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়ায় বন্যায় উদ্ধার কয়েক শ’ মানুষ


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৪ ১৯:৩৬

আপডেট:
৭ এপ্রিল ২০২৪ ১৯:৩৮

 

অস্ট্রেলিয়ায় ব্যাপক বন্যার কারণে রোববার নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করে কয়েক শ’ মানুষ উদ্ধার করা হয়েছে।

দেশটির জরুরি সার্ভিস জানায়, সপ্তাহান্তের শুরুতে প্রবল বর্ষণের কারণে উত্তর-পূর্ব সিডনির প্রায় ৩০০ ঘরবাড়ির লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।


জরুরি ব্যবস্থাপনা-বিষয়ক ফেডারেল মন্ত্রী ক্যাথরিন কিং বলেন, বন্যার পানি খুব অল্প সময়ের মধ্যে ওই অঞ্চলের ব্যাপক ক্ষতি করেছে।

কিং আরো বলেন, ‘নিউ সাউথ ওয়েলস সরকার এ বন্যার ক্ষয়ক্ষতি মূল্যায়ন এবং এ বিপর্যয়ের প্রভাব বোঝার চেষ্টা করছে।’

জরুরি পরিষেবা প্রতিমন্ত্রী জিহাদ দিব বলেন, জরুরি কর্মীরা শুক্রবার থেকে বন্যা কবলিত প্রায় ২০০ জনকে উদ্ধার করেছে। বন্যার কারণে বেশ কিছু অঞ্চল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


তিনি আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে প্রায় পাঁচ হাজার স্বেচ্ছাসেবক রাতভর কাজ করে।

গবেষকরা বারবার সতর্ক করে আসছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, দাবানল এবং ঘূর্ণিঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top