সিডনী মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


অস্ট্রেলিয়ায় শপিং মলে হামলা, সন্দেহভাজন এক ব্যক্তি শনাক্ত


প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৪ ১৬:৪৪

আপডেট:
৩০ এপ্রিল ২০২৪ ০৫:০০


অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিং মলে ছুরিকাঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। আহতদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শনিবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টার দিকে নিউ সাউথ ওয়েলসের রাজধানী সিডনির বন্ডি জাংশন শপিং সেন্টারে এই হামলা ঘটে।


এ ঘটনায় অস্ট্রেলিয়ান পুলিশ ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে তিনি পুলিশের গুলিতে গতকাল নিহত হয়েছেন।
নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার অ্যান্থনি কুক রবিবার বলেছেন, ওই ব্যক্তি উত্তর-পূর্ব রাজ্য কুইন্সল্যান্ড থেকে এসেছিলেন।’ তিনি বলেন, ‘তবে এখন পর্যন্ত আমাদের কাছে তেমন কিছু নেই... এমন কোনো প্রমাণও সংগ্রহ করা যায়নি।



শনিবার ঘটনাস্থলে একজন জ্যেষ্ঠ পুলিশ নারীর গুলিতে নিহত ৪০ বছর বয়সী সন্দেহভাজন ওই ব্যক্তির নাম জোয়েল কাউচি। ফেসবুক প্রোফাইল থেকে জানা গেছে, তিনি ব্রিসবেনের নিকটবর্তী তুওউম্বা শহর থেকে এসেছিলেন এবং স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তার ডান বাহুতে একটি স্বতন্ত্র ধূসর, লাল এবং হলুদ ড্রাগনের ট্যাটু আঁকা আছে বলে কুক জানিয়েছেন। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি তিনি মানসিক সমস্যায় ভুগছেন।


গতকালের খবরে বলা হয়েছিল, একজন পুরুষ ছুরি নিয়ে হামলা চালিয়েছে। পরে গুলি করে তার গতিরোধ করতে হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশের সহকারী কমিশনার অ্যান্থনি কুক জানান, হামলাকারী একজন নারী পুলিশ অফিসারের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় ৯ মাস বয়সী শিশু ও তার মাসহ আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা খুবই গুরুতর।


তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, হামলাকারী একাই এ কাজ করেছে। এখন আর কোনো হুমকি নেই। অবশ্য পুলিশ এখনো হামলাকারীর সম্ভাব্য উৎসাহদাতার কোনো প্রমাণ পায়নি। শপিং মলটি সিডনির ওয়েস্টফিল্ড এলাকায় অবস্থিত। হামলার ঘটনার পর মলটির আশপাশের এলাকায় যান চলাচল সীমিত রাখা হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top