সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


দাবানল নিভাতে গিয়ে অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, ৩ মার্কিন ক্রু নিহত


প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২০ ১০:২৯

আপডেট:
২৫ জানুয়ারী ২০২০ ০৯:২৩

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে একটি দমকল বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা৩০মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। অস্ট্রেলিয়া সরকারে পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে । খবর বিবিসি'র।

নিহত ওই তিন ক্রু-র বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি প্রশাসন।  তবে তারা যুক্তরাষ্ট্রের বাসিন্দা বলে জানানো হয়েছে বিবিসির এক প্রতিবেদনে।

বিমান বিধ্বস্তের পর এ দিন সব বড় এয়ার ট্যাঙ্কারের অভিযান বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন রুরাল ফায়ার সার্ভিসের কমিশনার শেন ফিটসিমন্স। এছাড়া এ দূর্ঘটনায় ওই তিন ক্রু-র মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেছেন ।

বৃষ্টি এবং আকস্মিক বন্যার পর অস্ট্রেলিয়ায় ফের বেড়েছে তাপমাত্রা। আর এই তাপমাত্রা বৃদ্ধির কারণে দেশটির বিভিন্ন রাজ্যে আবারো বেড়েছে দাবানলের তীব্রতা।বিধ্বস্ত হওয়া বিমানটি দাবানলের আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ছিল।

এই দুর্ঘটনার বিষয়ে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধান গ্ল্যাডিস বেরেজিকিলিয়ান জানান, নিউ সাউথ ওয়েল রাজ্যের স্নোয়ি মাউন্টেনের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। নিউ সাউথ ওয়েলস দমকল বাহিনীর পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার বিকালে ওই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে থেকে তারা এর আর কোন খোঁজ পাননি।

বিধ্বস্ত “সি-১৩০ হারকিউলিস” বিমানটি কানাডার অগ্নিনির্বাপণ কোম্পানি কৌলসন এভিয়েশনের মালিকানাধীন ছিল। তাদের কাছ থেকে গত মাসে দাবানল নিয়ন্ত্রনের জন্য ভাড়া করে অস্ট্রেলিয়া। বিমানটিতে অগ্নিনিরোধকের জন্য ১৫ হাজার লিটার পানি বহন করতে পারতো।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে তীব্র দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার চলমান দাবানলে এই পর্যন্ত ২৭ জন মারা গেছেন। বলা হচ্ছে, এই দাবানলে প্রায় ১০ কোটি প্রাণী হতাহত হয়েছে। পাশাপাশি দেশটির প্রায় ১০.৩ মিলিয়ন হেক্টর জমি পুড়ে গেছে যার আকার প্রায় পুরো দক্ষিণ কোরিয়ার সমান।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top