সিডনী রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

আরো তিন মাস বাড়াল ভারতের বিধিনিষেধের সময়


প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২৩ ১৫:০৪

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১৩:২০

পেঁয়াজ

 

পেঁয়াজ রফতানিতে ন্যূনতম মূল্যের বিধিনিষেধের সময়সীমা আরো তিন মাস বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড বা বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের কার্যালয় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) জানিয়েছে, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রফতানিমূল্য ৮০০ ডলারের সিদ্ধান্তটি বলবৎ থাকবে।

ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় গত ২৯ অক্টোবর প্রতি টন পেঁয়াজের রফতানিমূল্য ৮০০ ডলার নির্ধারণ করা হয়। প্রথমে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ বিধিনিষেধ দেয়া হয়। গতকাল সেটি আবার তিন মাস বাড়ানো হয়।

এ ব্যাপারে আগের নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বের যেকোনো দেশেই যেকোনো পরিমাণে পেঁয়াজ রফতানি করা যাবে। এ বিষয়ে বাধা নেই। তবে রফতানির ক্ষেত্রে প্রতি টন পেঁয়াজে ন্যূনতম ৮০০ ডলার নিতে হবে, এর নিচে নয়। জাহাজে পরিবহন ও বিমার খরচ এ দামের অন্তর্ভুক্ত নয়।

নতুন করে ন্যূনতম রফতানিমূল্যের বিধিনিষেধের সময়সীমা বাড়ানোর বিষয়ে ভারতের দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top